রাত ১০টা, রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন মোড়ে লাঠি হাতে সড়কে দাঁড়িয়ে কয়েকজন শিক্ষার্থী। হঠাৎ এক যুবক গাড়ি থামিয়ে অন্য সড়কের গাড়ি হাতের ইশারায় ছেড়ে দিলেন। দেখে মনে হলো ট্রাফিক পুলিশের কেউ। গায়ে পুলিশের পোশাক থাকলে হয়তো এর ব্যতিক্রম হতো না। টগবগে এক তরুণ, বয়স আনুমানিক ১৯ বছর। গতকাল মঙ্গলবার সারাদিনের মতো রাতেও এমন চিত্র দেখা যায় রাজধানীর সড়কের মোড়ে মোড়ে। তাদের এই উদ্যোগকে অভিবাদন দিচ্ছেন অনেকে।
মূলত কোটা আন্দোলন ঘিরে কয়েক দিনের সহিংসতায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। সোমবার দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে আগুনের ঘটনায় পুলিশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে। রাজধানীর বেশিভাগ রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। রাতে পুলিশ লাইন্স রাজাবাগ মোড়ে ট্রাফিকের দায়িত্ব থাকা মিরপুর কমার্স কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থী মো: তাওসিফ নয়া দিগন্তকে বলেন, ‘এমন পরিস্থিতিতে সারাদিন ট্রাফিক সামলেছে শিক্ষার্থীরা। প্রতি মোড়ের জন্য শিফট করে দেয়া হয়েছে। ২৪ ঘণ্টাই আমাদের শিক্ষার্থীরা এ কাজ করে যাচ্ছেন।’ বিবেকের তাড়নায় স্বেচ্ছায় সড়কে শৃঙ্খলা রক্ষার তারা কাজে নেমেছেন বলেই জানান তিনি। তিনি বলেন, ‘আমাদের সংগ্রাম ছিল বৈষম্য নিয়ে, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার।’