চলমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরে (হিলি) বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় সেনাবাহিনীর পরিবর্তে এই উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকেলে হাকিমপুর থানায় এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল নাহিদ নেওয়াজ বিষয়টি জানিয়েছেন। জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে, কর্ণেল নাহিদ নেওয়াজ বলেন, দেশের চলমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন থানায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু হাকিমপুর একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা পুলিশের পাশে থেকে এই এলাকায় সকল ধরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলায় এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এসময় সাংবাদিক সহ বিভিন্ন মহলে সহযোগিতা কামনা করেন তিনি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ২০ বিজিবির উপ-সহকারী পরিচালক এডি মিজানুর রহমান, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, থানা অফিসার ইনচার্জ দুলাল হোসেন, ওসি তদন্ত এসএম জাহাঙ্গীর আলম, হিলি সিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ প্রেসক্লাবের সকল সদস্য এবং পুলিশ ও বিজিবি সদস্যরা।