মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

আবারো বাফুফেকে মোটা অঙ্কের জরিমানা ফিফার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

অনিয়ম, অব্যবস্থাপনা আর বিতর্ক থেকে বের হতেই পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সারাবছর সমালোচনায় ডুবে থাকা বাফুফে শাস্তির মুখোমুখিও কম হয়নি। এবার আবারো তাদের চেপে ধরেছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। বাফুফেকে মোটা অঙ্কের জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ বাছাইপর্বে কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ায় শাস্তি দিয়েছে তারা। আবারো জরিমানা কথা নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
ঘটনা গত ৬ জুন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচে। যে ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ০-২ গোলে। সেদিন খেলার শেষ দিকে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ৮৮তম মিনিটে এক দর্শক ঢুকে যান মাঠে। এক অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন তিনি।
নিরাপত্তাকর্মীরা যদিও তাকে দ্রুত মাঠ থেকে বের করে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে তা নিয়ে ম্যাচ অফিশিয়ালদের কাছে অভিযোগ করেন রেফারি। যা আমলে নিয়ে বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২০ লাখ ২৭ টাকা। এর আগেও বাফুফেকে সর্বশেষ ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com