মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

রাঙামাটি জেলা জজ আদালতে স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার দাবীতে মানববন্ধন

মোশারফ হোসেন সেলিম রাঙামাটি
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

জেলা জজ আদালতে স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বাতিল পূর্বক নতুন করে পরিক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটি পার্বত্য জেলা। ২০ আগষ্ট মঙ্গলবার রাঙামাটি জেলা আদালতের সামনে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটির সমন্বয়ক মো. আনোয়ার আজিম এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ এর পক্ষে স্মারকলিপি গ্রহন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। স্মারকলিপির অনুলিপি প্রেরণ করা হয় রিজিয়ন কমান্ডার, ৩০৫ পদাতিক ব্রিগেড, রাঙামাটি পার্বত্য জেলার নিকট। উপদেষ্টা, আইন ও বিচার বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ এর পক্ষে স্মারকলিপি গ্রহন করেন রাঙামাটি জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম। স্মারকলিপির অনুলিপি প্রেরণ করা হয় প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট,ঢাকা এর নিকট। বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটির পক্ষে স্মারকলিপি প্রদানকালিন সমন্বয়ক মো. আনোয়ার আজিম, সহ সমন্বয়ক জুঁই চাকমা, বৈষম্যবিরোধী নাগরিক সমাজের বেগম নূরজাহান, ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিন, উন্নয়ন কর্মী জ্ঞান বিকাশ চাকমা,রবি বড়ুয়াসহ বৈষম্যবিরোধী নাগরিক সমাজের ছাত্র-জনতা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, গত ৫ আগষ্ট-২০২৪ স্বৈরাচারী সরকারের পতনের পর নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, এ বাংলাদেশের অগ্রযাত্রার পথে আমরা যে এসেছি তা কিন্তু খুব সহজে হয়ে যায়নি, জাতি সংঘের প্রাথমিক প্রতিবেদনে বলেছেন বৈষম্য ও কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৬৫০ জন মানুষের প্রাণ গেছে। সংখ্যাটা যদি আমরা হিসাব করি মহান মুক্তিযুদ্ধ বাদে বাংলাদেশের ইতিহাসে কোন পরিবর্তনের জন্য বা কোন সংগ্রামের জন্য এত আত্মহতি দিতে হয়নি। এবার এতবেশী আত্মহতি দিতে হয়েছে, বাংলাদেশে এমন একটি সরকার গত ১৫ বছর ধরে চরম কর্তৃত্ববাদী স্বৈরাশাসন প্রতিষ্ঠা করে ছিলো সেই স্বৈরাচারকে উৎখাত করার জন্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মধ্যে দিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার অত্যান্ত জরুরী, বেকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, স্বাধীন বাংলাদেশে প্রথম সংস্কার রাঙামাটি পার্বত্য জেলা থেকে শুরু করার সিদ্ধান্ত গ্রহন করি। অতিমাত্রায় দলীয় করণের কারণে এবং নিয়োগ পরীক্ষায় নজিরবিহীন দূর্নীতি ও অনিয়ম এর অভিযোগে রাঙামাটি জেলা জজ আদালতে কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বর্তমানে স্থগিত আছে। বেকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে রাঙামাটি জেলা জজ আদালতে স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বাতিল পূর্বক নতুন করে পরীক্ষা নেওয়ার দাবী করছি। অতএব, বৈষম্য ও কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আত্মহতিদানকারীদের প্রতি সম্মান দেখিয়ে এবং বেকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রাঙামাটি জেলা জজ আদালতে স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বাতিল পূর্বক নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত গ্রহন করতে বিনীত অনুরোধ জানান বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটি পার্বত্য জেলা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com