জাতীয়তাবাদী মৎসজীবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম মাহাতাব এর মৃত্যুতে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে জেলা মৎসজীবী দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা মৎসজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন। এ সময় বক্তারা মাহাতাব এর স্মৃতিচারণ করে বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হলে, সকল শ্রেণির ভোটারদের মন জয় করতে হবে। এজন্য কোন ধরণের অরাজকতা কিংবা বিশৃঙ্খলা করা যাবে না। এ সময় তিনি আরও বলেন, দলের নাম কিংবা পদবী ব্যবহার করে কেউ কোন অপকর্ম করলে, দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবে।