শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

বন্যার্তদের সাহায্যে মুশফিক-তাসকিন-সৌম্যর আরজি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে কয়েকটি জেলার লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে রাস্তাঘাট-ঘরবাড়ি। এ অবস্থায় বন্যা পরিস্থিতিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বিভিন্ন সংগঠন ও নানা স্তরের মানুষ।
পাহাড়ি ঢলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রামের মিরসরাই, ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়া।
অনাকাঙ্ক্ষিত বন্যায় মৃত্যুমুখে পতিত হয়েছে লাখো মানুষ। বন্যার্ত এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির মাধ্যমে দেশবাসির কাছে আরজি করেছেন তারা। বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি সমাবেদনা প্রকাশ করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন- তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন।
বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।
একটি ফেসবুক পোস্টে মুশফিকুর রহিম লিখেছেন, ‘সাম্প্রতিক বন্যার কারণে আমার দেশবাসীর দুর্ভোগে গভীরভাবে উদ্বিগ্ন। আমি সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি এবং সবাইকে সাহায্য করার জন্য অনুরোধ করছি। যাতে আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে পারি। এই সময়ে নিজেদের লোকদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বর্তমানে পাকিস্তানে থাকা তাসকিন আহমেদও তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। দূর থেকেও ফেনীর বন্যা কবলিত মানুষের আর্তনাদ আমাকে কষ্ট দেয়। তাদের সহায়তা করার জন্য আমার অংশটুকু করার চেষ্টা করছি। আমাদের একজন স্বেচ্ছাসেবক আছে। ফেনীতে এখনই দল আছে। তবে তাদের শত শত আটকে পড়া পরিবারকে উদ্ধারের জন্য স্পিডবোট, ট্রলার বা ইঞ্জিনচালিত নৌকা দরকার। আমি সবাইকে অন্তত একটি নৌকা পরিচালনা করতে সাহায্য করার জন্য অনুরোধ করছি। আমাদের দল পুরো খরচ বহন করতে প্রস্তুত।’
তাসকিন আরও বলেন, ‘অনুগ্রহ করে ফেসবুকে প্রচারিত ভুল বিষয়গুলো শেয়ার করা এড়িয়ে চলুন। কারণ তাদের বেশিরভাগই (নৌকা) ইতিমধ্যে বুকিং দেওয়া আছে। ঢাকা, চট্টগ্রাম বা আশেপাশের এলাকার কেউ যদি একটি নৌকার ব্যবস্থা করতে পারেন, তবে আমরা তা ফেনীতে পরিবহনের দায়িত্ব নেবো। তাকে সমন্বয়কারী একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগের তথ্য প্রদান করা হবে।’
সৌম্য সরকার ফেসবুকে তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘বন্যার কারণে আমাদের দেশের মানুষ অসহায়। জীবন, বাড়িঘর, স্বপ্ন তলিয়ে যাচ্ছে। আসুন আমরা যেখানেই থাকি সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং তাদের পাশে দাঁড়াই। আমরা আমরা যদি একে অপরকে সমর্থন করি তবে এই কঠিন সময়টি কাটিয়ে উঠতে পারবো।’ বর্তমানে পাকিস্তানের এ দলের সঙ্গে আছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। আর মুশফিক আছেন জাতীয় দলের সঙ্গে। পাকিস্তানে থাকলেও এসব ক্রিকেটারদের মন কাঁদছে জন্মভূমির জন্য, দেশের মানুষের জন্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com