মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

মনোরঞ্জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের স্মারকলিপি

হুমায়ন কবীর মুন্সিগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক মনোরঞ্জন ধরের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা প্রশাসন, পুলিশ সুপার ও সেনা ক্যাম্পে স্মারকলিপি প্রদান করে। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা মিছিল করে গিয়ে এসব স্মারকলিপি প্রদান করে। সব শেষে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে কর্মসূচী সমাপ্ত করে। শিক্ষার্থীদের দাবি, মনোরঞ্জন ধর স্যারকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। শিক্ষক হিসেবে মনোরঞ্জন ধর অত্যন্ত বিনয়ী, কর্মঠ ও দায়িত্ববান। তার পেশাদারীত্বে প্রতিহিংসা পরায়ন হয়ে তার বিদ্যালয়ের কতিপয় শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে, তাদের ব্যবহার করে ব্যক্তিগত আক্রোশ মিটানোর চেষ্টায় ব্যস্ত।
শিক্ষার্থীদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর পেছনে ইন্ধনদাতাদের খুজে বের করতে হবে। সারাদেশে শিক্ষক সমাজ আজ আক্রান্ত। মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রধান শিক্ষকদের মিটিং থেকেও বিনা বিচারে কোন শিক্ষকে হয়রানি, হেনস্তা ও মব জাস্টিস না করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতি আবেদন জানানো হয়। শিক্ষার্থীদের অভিযোগ দাবি সম্বলিত মিছিলে বাধা প্রদান করে বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গফুর সরকার, আরিফ হোসেন ও রাসেল আহমেদ। এমনকি তারা শিক্ষার্থীদের অনুসরন করে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত চলে আসে এবং শিক্ষার্থীদের বাধা প্রদান করে। শিক্ষার্থীদের স্মারকলিপি বিষয়ে জেলা প্রশাসক জানায়, অভিযোগের বিষয়ে মনোরঞ্জন ধর জানান, আমি গভীর ষড়যন্ত্রের স্বীকার। বিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও বহিরাগত একজন অভিভাবক চক্রান্ত করে আমাকে ফাঁসানোর ৮ই আগষ্ট থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার সহকর্মীরা যেন আমার পাশে না দাড়াতে পারে এজন্য তাদের নিয়ে ফেসবুকে নানাম হুমকি মূলক পোষ্ট করা হচ্ছে। উর্ধতন কর্তপক্ষকে সম্পূর্ণ বিষয়টি লিখিত আবেদনের মাধ্যমে অবগত করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com