সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

জামালপুরে দুই গ্রুপের সংঘর্ষ গাড়ি ভাঙচুর আহত ৩০

আবুল কাশেম জামালপুরঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ৩১ আগস্ট সোমবার বিকালে শহরের দেওয়ানপাড়া এলাকায় ষ্টার কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। টানা দুই ঘন্টা ব্যাপী এই সংঘর্ষে দেশীয় অস্ত্রের মহড়া, ৫টি টয়েটা-মাইকো গাড়ি ভাংচুর করাসহ ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বিএনপি নেতা কর্মী সুত্রে জানাযায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ময়মনসিংহ অঞ্চলের নেতৃবৃন্দের সাথে ঐদিন বিকালে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। কমিউনিটি সেন্টারে সাবেক মহিলা সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী নিলোফার চৌধুরী মনি তার লোকজন নিয়ে প্রবেশের প্রবেশ করতে গেলে জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুন গ্রুপের লোকজন বাধা দেয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি শুরু করে। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ৫টি টয়েটা-মাইকো গাড়ি ভাংচুর করাসহ ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষের সময় কমিউনিটি সেন্টারে আটকা পড়েন কেন্দ্রীয় নেত্রী নিলুফা চৌধুরী মনিসহ বিএনপি নেতৃবৃন্দ। পরে পুলিশ তাদের উদ্ধার করে। এই ঘটনায় জেলা বিএনপি পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন। অপরদিকে পুলিশ বলছে তারা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com