জীবনের ২২টি বছর কারাগারে বন্দি থেকে মুক্তি পাওয়ার পর নিঃস্ব দুই ব্যক্তির পুনর্বাসনের লক্ষে সমাজসেবা অধিদপ্তরের আওতায় জামালপুর জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে অটোরিক্সা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। জানা যায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে দোষী সাব্যস্ত হয়ে বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোর এলাকার বাসিন্দা দানেজ আলীর পুত্র সোলায়মান হক এবং জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বাসিন্দা করিম বক্সের পুত্র লিয়াকত আলী ২২ বছর সাজাভোগ করেন। ২০২২ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সম্প্রতি উভয় ব্যক্তি জেলা সমাজসেবা কার্যালয়ে তাদের পুনর্বাসনের জন্য আবেদন করেন।
তাদের আবেদন যাছাই, বাছাই করে এবং তাদের স্বভাব চরিত্র ও আচরণ ইতিবাচক প্রমানিত হওয়ায় জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি ওই দুই বক্তিকে নতুন দুটি অটোরিক্সা কিনে দেয়। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে অটোরিক্সা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, সহকারী পরিচালক ইলিয়াস মল্লিক, প্রবেশন কর্মকর্তা ফারুক মিয়া, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সদস্য তৌফিকুল আলম শরীফ, জাহাঙ্গীর সেলিম, ইয়াকুব আলী ফকির প্রমুখ। জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন দীর্ঘ ২২ বছর কারাভোগের পর দুই ব্যক্তিকে পুনর্বাসনের জন্য অটোরিক্সা প্রদান করায় সমাজসেবা ও জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি মহৎ উদ্যোগ নিয়েছে। এভাবে সাজাভোগের পর যাছাই, বাছাই করে কর্মসংস্থানের জন্য এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অটোরিক্সা পাওয়ার পর উভয় ব্যক্তি তাদের নতুন জীবনের সন্ধান করে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।