জেলা গোয়েন্দা শাখা, পাবনার অভিযানে সুবহান(৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে শনিবার সন্ধায় সাড়ে ৪কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। ওসি ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, সদর থানার বলরামপুর গ্রামে এক মাদক ব্যবসায়ী গাঁজাসহ অবস্থান করছে। খবর পেয়ে ডিবি ওসির নেতৃত্বে ডিবি পুলিশের এসআই(নিঃ) সেলিম রেজা, এসআই(নি:) মাহমুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী মো: সোবহান খান (৪৫)কে আটক করেন। এ সময় তার হাতে থাকা ব্যাগে দেড় কেজি গাজা ও আটককৃতের স্বীকারোক্তি অনুযায়ী তার বসত বাড়ি থেকে আরো ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত সোবহান পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত সোলেমান খানের ছেলে। ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে পাবনা সদর থানা পুলিশ আসামী সোবহানকে কোর্ট হাজতে প্রেরন করেন। আটককৃত সোবহান পাবনা সাংবাদিক ফোরামের সদর উপজেলা শাখার সভাপতি হিসাবে পরিচয় দিতেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া আটককৃতের কাছ থেকে ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকার কার্ড জব্দ করেছে ডিবি পুলিশ।