মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে ড. জাকিরের মতবিনিময়

এম এ রহমান যশোর
  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

২৩ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এম. জাকির হোসেনের সাথে ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষদটির বিদ্যমান সমস্যা ও সংকট উত্তরণের উপায়সমূহ নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে যবিপ্রবির ঝিনাইদহস্থ ভেটিরিনারি মেডিসিন অনুষদ ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের যে সমস্যাগুলো আমরা লিপিবদ্ধ করেছি। সমস্যা সমাধানে ইতোমধ্যে একজন শিক্ষককে প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রাপ্তির সমস্যাটি দ্রুতই সমাধান হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় দ্রুতই মেডিকেলটি চালু করা হবে। এছাড়া যেসব সমস্যার কথা তোমরা উল্লেখ করেছো, আমার সাধ্যের সবগুলোই দ্রুত করার চেষ্টা করব। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা, দ্রুতই ক্লাস-পরীক্ষা শুরু, ভেটেরিনারি মেডিসিন অনুষদ শিক্ষার একটি বিশেষায়িত শাখা হওয়ায় এ অনুষদের শিক্ষার্থীদের বিদেশে ইন্টার্নশিপের ব্যবস্থাকরণ এবং ইন্টার্নশিপের ভাতা বৃদ্ধিকরণ, সেশনজট এড়াতে দ্রুতই এ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, আর অতিদ্রুত ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা প্রহরী নিয়োগ প্রদান, ভেটেরিনারি মেডিসিন অনুষদকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে সেশনজট দূরীকরণ, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সবাইকে পরিচয়পত্র সরবরাহ, ক্যাম্পাসের নামফলক স্থাপনসহ বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন এবং তাদের সুচিন্তিত মতামত দেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের সমস্যা, সম্ভাবনা ও সুচিন্তিত মতামত লিপিবদ্ধ করা হয়। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ভেটিরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক অধ্যাপক এ এস মাহফুজুল বারিসহ ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য দেন। মতবিনিময় সভায় প্রভোস্ট ড. মো. আব্দুল হালিম, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মুহা. আমিনুল হক, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মিনহাজ উদ্দিন মনির, উপ-রেজিস্ট্রার নিত্যানন্দ পালসহ অনুষদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com