২ অক্টোবর মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়া হলরুমে মানব সেবা অভিযান ভাঙ্গুড়া শাখা কতৃক আয়োজিত হুইল চেয়ার, গাছ বিতরণ ও অন্যান্য কর্মসূচি পালন করা হয়েছে। মানবসেবা অভিযান ভাঙ্গুড়া শাখায় সংস্থার শাখা ব্যবস্থাপক মো: তুহিন আলী এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ পরিষদ সদস্য সারওয়ার জাহান বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আব্দুল লতিফ অধ্যক্ষ সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ কামাল হোসেন অধ্যক্ষ মহিলা ডিগ্রী কলেজ,মো: জাহিদুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদা পারভীন প্রভাষক হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ, মো:আব্দুল সাত্তার মিয়া সহকারী প্রকৌশলী(ঈরারষ ঢ়বঃৎড় ইধহমষধ জবঃফ),ভাঙ্গুড়া শাখার সকল মাঠ কর্মীগণ প্রমুখ। এ দিন উক্ত শাখার ১৫০ জন সদস্যের মাঝে মোট ৩০০টি ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয় এবং ২ জন বয়স্ক ব্যক্তিকে ২৪০০/- টাকা করে মোট ৪৮০০ টাকা বয়স্ক ভাতা প্রদান করা হয় যাহা চলমান থাকবে। গাছ বিতরণ ও বয়স্ক ভাতা প্রদানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ও বাল্য বিবাহ রোধ নিয়ে আলোচনা করা হয়। সংস্থাটির ভাঙ্গুড়া শাখায় ক্ষুদ্র ঋণ প্রদানের পাশাপাশি সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এ পর্যন্ত মোট চিকিৎসা ভাতা প্রদান তিনজন নারী সহ মোট ১২ জনকে ৪৩ হাজার টাকা, সুদ মুক্ত শিক্ষা ঋণ প্রদান দুজন নারী সহ মোট ১২ জনকে ৭২ হাজার টাকা, সুদ মুক্ত প্রতিবন্ধী ঋণ প্রদান এ পর্যন্ত ছয় জনকে ৬০ হাজার টাকা, গাছ বিতরণ ১৫০ জনসহ মোট ৩৫০ জনকে মোট -৭০০ টি। হুইলচেয়ার বিতরণ পাঁচ জনসহ মোট ৬ জনকে ছয়টি দুস্থ ও অসহায় দুজনকে ৩ মাস পরপর ২৪০০ টাকা।