উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের মহেশখালী রেঞ্জের কেরুনতলী বিট এলাকায় অবৈধ দখলদার উচ্ছেদ চালিয়েছে বনবিভাগ। মঙ্গলবার ২অক্টোবর ‘২৪ উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম মোং বেলায়েত হোসেনের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন নৌবাহিনী মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার সহ একদল নৌ-সেনা ফোর্স। বনবিভাগের সহকারী বনসংরক্ষক জান্নাতুল ফেরদৌস নৌ-সেনা ফোর্স সহ যৌথ বাহিনী গঠন করেন। এরপর মহেশখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এনামুল হকের নেতৃত্বে সকল বিটের সঙ্গীয় স্টাফসহ মহেশখালী রেঞ্জাধীন কেরনতলী বিটের আওতাধীন ১২ নং পাহাড় মৌজায় সরকারী সংরক্ষিত বনে অবৈধভাবে নির্মানাধীন পাকা দালান উচ্ছেদে অংশ নেন। এসময় একটি অবৈধ করাত কলে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত গর্জন গাছ জব্দকরতঃ স্থানীয় ব্যবস্থাপনায় কেরনতলী বিট অফিস হেফাজতে নিয়ে আসা হয়। এ ঘটনায় দখলবাজদের বিরোদ্ধে পৃথক পৃথক বন অপরাধে বন মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা এনামুল হক।