চট্টগ্রামের ফটিকছড়িতে মো; তৈয়ব নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে মো. মফিজ নামের এক কৃষকের ঘরবাড়ি পুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ২০ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের ৬ নং ওয়ার্ডে মৌলার টিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মফিজ বাদী হয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মো. তৈয়ব, মো. সেলিম ও মো. নাছিরের বিরুদ্ধে চট্টগ্রাম জর্জ আদালতে মামলা দায়ের করেছেন। ভূক্তভোগী কৃষক মফিজ অভিযোগ করেন, ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা তৈয়ব সওদাগরের নেতৃত্বে তার সহযোগীরা রাতের আঁধারে আমার ঘরে আগুন লাগিয়ে দেয়? এতে আমার ঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়?এদিকে অভিযোগ পেয়ে তৈয়ব সওদাগরকে ওয়ার্ড বিএনপির সভাপতির পদসহ বিএনপি সাধারণ সদস্য পদ থেকে বহিস্কার করেছে দলটি। এ ব্যাপারে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত তৈয়ব সওদাগর। এ ঘটনার সুষ্টু তদন্ত করে বিচার দাবী করেন ভূক্তভোগী কৃষকের প্রবাসী ভাই রবিউল ইসলাম।