আগামী মহান ২৯ আশ্বিন, ১৪ অক্টোবর আওলাদে রাসূল (সাঃ) হজরত গাউসুল আজম শাহসূফী মাওলানা ছৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী, প্রকাশ বাবা ভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক প্রশাসনিক সমন্বয় সভা গতকাল (২ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ির গাউছিয়া রহমান মনজিল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হল চৌধুরী। আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন মাইজভান্ডারীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা আ.ফ.ম. জামাল উদ্দিন মাইজভান্ডারী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহম্মদ, নাজিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম সরকার, বিশিষ্ট শিল্পপতি এম এয়াকুব আলী, প্রফেসর ড. মোজাহেরুল আলম, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন ও এডভোকেট হোসেন শহীদ মুজিব আলম বাপ্পি। এ সময় ইউপি সদস্যদের মধ্যে তৌহিদুল আলম, মো. সফিকুর রহমান, নুর নবী ও শ্রমিক নেতা মো. এস্কান্দর হোসেন। মুনাজাত করেন মাওলানা দিদারুল আলম।সভায় রোসাংগিরী ইউপি সদস্য মরহুম আব্দুল হালিম সুজনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।