বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
উলিপুরে জাতীয় ফুল শাপলার আদলে ধানক্ষেত বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও সাহসী, সকলকে ধৈর্যের সাথে দেশের কল্যাণে কাজ করতে হবে-জেলা প্রশাসক পটুয়াখালী কমলগঞ্জে সীমানা পিলার উপরে ফেলে ভূমি জবরদখল করার অভিযোগে সংবাদ সম্মেলন কোম্পানীগঞ্জ উপজেলা হলো জামায়াতের সাত শহীদের জন্মভূমি-অধ্যক্ষ বেলায়েত হোসেন মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা পাবনায় র‌্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার ২ আসামী গ্রেফতার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবসে এম এ ফয়েজের বিদায় সংবর্ধনা বাগেরহাট প্রেস ক্লাবকে সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করতে হবে-বিশেষ সাধারণ সভায় বক্তারা নেত্রকোনায় বন্যায় জনজীবন বিপর্যস্ত পটুয়াখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোল টেবিল বৈঠক

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভা

কামরুল ইসলাম চাঁদপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে চাঁদপুরের বড় ষ্টেশন মৎস্য আড়তে বিভিন্ন পর্যায়ে স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা মৎস্য বণিক সমবায় সমিতি কার্যালয়ে ইলিশ মাছের প্রজনন সুরক্ষার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এবং চাঁদপুর অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি আব্দুল বারী মানিক জমাদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি জনাব শাহাদাত হোসেন শান্ত সহ মৎস্যজীবী ও ব্যবসায়ী নেতারা। প্রধান অতিথি জেলা প্রশাসক বক্তব্যে বলেন, “ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আপনারা দয়া করে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন। এই সময় বরফ কলগুলো বন্ধ থাকবে এবং অবৈধভাবে ইলিশ বিক্রি হওয়া বাজারগুলো মনিটরিং করা হবে। ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ইলিশের প্রজনন নিশ্চিত করা যায়। ২৪ ঘন্টা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।” নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান তার বক্তব্যে জানান, নৌ পুলিশ এই প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠ পর্যায়ে এই অভিযান বাস্তবায়ন করতে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, “মা ইলিশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখছে। তাই এই নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করছি। অন্যান্য অতিথি বক্তাগন তাদের বক্তব্যে নৌ পুলিশকে সহযোগিতার মাধ্যমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com