বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধনবাড়ীতে রসের হাড়ির খেজুর গাছ আজ বিলুপ্তির পথে মঠবাড়িয়ায় প্রভাবশালীদের দখলের খাল, পানি প্রবাহে বাধা : ক্ষতির সম্মূখীন কৃষক ভারতে হাইকমিশনে হামলার প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল পীরগাছায় উপজেলায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা মোংলায় কারিতাসর’ আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত নাজিরপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলের আহ্বায়ক কমিটি দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন-বিক্ষোভ প্রতিবন্ধীদের সুরক্ষায় জেলা প্রশাসক জামালপুরের অঙ্গীকার উলিপুরে তিস্তার চরাঞ্চলে আলু চাষের উৎসব শেখ হাসিনার বিচার করা হবে-নাজিরহাটে সীরাত মাহফিলে শাহজাহান চৌধুরী

অজেয় থাকার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ২২৮ রানে গুটিয়ে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম দুই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এখন পর্যন্ত অপরাজিত দুই দল আজ বি-গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে। সেমি নিশ্চিত হলেও এই ম্যাচে তারা নেমেছে অপরাজিত থাকার লড়াইয়ে। কারণ, যে দল জিতবে তারা অপরাজিত থেকেই সেমিফাইনালে যেতে পারবে। গতকাল মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অজেয় থাকার লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৪৯.২ ওভারে ২২৮ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলোতেই জিতে গ্রুপ পর্ব শেষ করতে হলে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের যুবাদের করতে হবে ২২৯ রান।
শ্রীলঙ্কার হয়ে ১৩২ বলে ১০৬ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ভিমাথ দিনসারা। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর পথে ১০টি বাউন্ডারি হাঁকান তিনি। এছাড়া অধিনায়ক ভিহাস থিওমিকা ২৪ বলে ২২, লাকভিন আবিসিঙ্গে ৪২ বলে ২১, বিরান চামুদিথা ২৪ বলে ২০, ১৯ বলে ১৯ রান করেন ওপেনার পুলিন্দু পেরেরা। শেষ দিকে ২৬ রানে ৪ উইকেটের পতন হয়। ২০২ রানে ৬ উইকেট থাকলেও ২২৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শেষ ওভারে আল ফাহাদের বলে দিনসারার আউট হলে শেষ হয় লঙ্কানদের ইনিংস। হাতে তখনো ৪ বল বাকি। বাংলাদেশের হয়ে ৫০ রানে ৪ উইকেট শিকার করেন ডানহাতি পেসার আল ফাহাদ, ৪০ রানে ৩ উইকেট নেন রিজান হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com