শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ৫জন ও পাবনার সাঁথিয়ায় নিহত ৩

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
 মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার

মুন্সীগঞ্জে টোল দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারাকে পেছন থেকে বাসের ধাক্কায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় এ ঘটনা ঘটে। এছাড়া পৃথক আরেক দুর্ঘটনায় গতকাল শুক্রবার ভোরে পাবনা-সাঁথিয়া সড়কের নন্দধপুরের রাঙামাটিয়া এলাকায় ৩জন হিত হয়েছে। নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার বিয়য়টি শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারাকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, বাসের ধাক্কায় সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন। বাকিদের ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের নাম-ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
মহাসড়কে অবৈধ করিমনে ট্রাকের ধাক্কা, নিহত ৩: সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল শুক্রবার ভোরে পাবনা-সাঁথিয়া সড়কের নন্দধপুরের রাঙামাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
সাঁথিয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৪টার দিকে দিনমজুররা পেঁয়াজ লাগানোর জন্য করিমনে অন্য এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীরা গাড়িতে ওঠার সময় পাবনা থেকে সাঁথিয়াগমী মালবাহী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং পাঁচজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com