মনোমুগ্ধকর আয়োজনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীবরণ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফার্মগেটে অবস্থিত আইন শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান আইডিয়াল ল’ কলেজে। গত ২৭ ডিসেম্বর ২০২৪, অনুষ্ঠিত বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। ল’ কলেজটির নিজস্ব অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন পাটওয়ারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল ল’ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. এম. এ. হালিম পাটওয়ারী। নবীন ও কৃতী শিক্ষার্থীদের পক্ষে সৌহার্দ্যপূর্ণ অনুভূতি প্রকাশের পর শিক্ষকম-লীর পক্ষে বক্তব্য রাখেন ড. এন. এ. এম. জসিম উদ্দীন। বক্তব্য রাখেন আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবদুল জলিল এবং
আবদুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশনের সদস্য মরিয়ম আক্তার পারভীন। সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে ২০২১ সালে উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হয়। এছাড়াও দ্বিতীয় শ্রেণি প্রাপ্ত ও উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মো. লুৎফুর রহমান। ছাত্র-শিক্ষক সকলের জন্য ফটোসেশনের ব্যবস্থা ছিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ। নবীন ও সংবর্ধিত শিক্ষার্থী সকলের জন্য কমন গিফট ও আপ্যায়নের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে মহতী এ অনুষ্ঠানের।