গলাচিপা উপজেলা প্রশাসনের বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের (বি.টি.এফ) ২০২৫ শিক্ষাবর্ষে ছোট ছোট কোমল মতি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে। স্কুলের সম্মানিত অধ্যক্ষ মিসেস ইউএনও নাহিদ আক্তারের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষা অনুরাগী উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ নাছিম রেজা, অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, স্কুলের উপাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ও স্কুলের প্রতিষ্ঠা সদস্য এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মু. খালিদ হোসেন মিল্টন সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শত শত শিক্ষার্থী, সুধী অভিভাবক এবং গণমাধ্যম কর্মীরা বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন বছরের নতুন বই হাতে পেয়ে স্কুল আঙ্গিনা আনন্দে ভরে উঠে। উল্লেখ্য যে, ২০০৮ সালে স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কাশেম মোঃ মহিউদ্দিন বর্তমান পরিকল্পনা মন্ত্রনালয়ের(এস,আই,ইডি) সচিব তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন সময়ে তুরস্কের (কি.সু ইউক মু) ও পার্লামেন্ট সদস্যদের সহযোগিতায় বাংলাদেশ-তুরস্ক সেতু বন্ধনে স্কুলটি প্রতিষ্ঠা করেন এবং শিক্ষা সংস্কৃতিতে ও গুণগত এ্যাডুকেশনে দেশব্যাপী সুনাম অর্জন করে চলছে।