মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
আড়িয়াল খাঁ নদের ওপর একটি সেতু নির্মিত হলে বদলে যেতে পারে অবহেলিত চরাঞ্চলবাসীর জনজীবন গাউসিয়া কমিটি নিরামিশপাড়া শাখার ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা নড়াইলে ভালোবাসায় সিক্ত হলেন টেক্সাস বিএনপির সেক্রেটারি জহিরুল ইসলাম কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন ফুলপুরে ভিক্ষুক পুনর্বাসন সহায়তা হারাগাছ হাসপাতালের মসজিদের ভিত্তি প্রস্তুর স্থাপন কোম্পানীগঞ্জে এস,এ,এইচ কনস্ট্রাকশনে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রতিযশা শিক্ষক প্রফেসর আশরাফ আলী আর নেই শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান ইসলামী ব্যাংকের বোর্ড সভা

নিজ স্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে : ড. মঈন খান

মোরেলগঞ্জ, প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

নিজ স্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত হাসিনা সরকারের দোসরেরা এখনো ঘাপটি মেরে আছে। বিভিন্ন সেক্টরে বসে তারা কলকাঠি নাড়ছে। তারা যেন পূর্নবাসিত হতে না পারে সে দিকে সবার নজর রাখতে হবে।’ তিনি বলেন, ‘এদেশে আওয়ামী ফ্যাসিষ্টদের আর কোনো ঠাই হবে না। জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতার আত্মত্যাগে নতুন স্বাধীনতা পেয়েছি। রাজনৈতিক নেতাদের পিছু টান থাকে কিন্তু ছাত্র-জনতার পিছু টান নেই। আবু সাঈদের আত্মত্যাগ দেখেছে বিশ্ববাসী।’
গতকাল শনিবার (৪ তারিখ) বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোরেলগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি নিযুক্ত হওয়ায় ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে ভূমিকা রাখায় মোরেলগঞ্জবাসীর পক্ষ থেকে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে দেশের মানুষ বাক-স্বাধীনতা ফিরে পেয়েছে। দুর্নীতিবাজ হাসিনা ও তার দোসররা লুটপাট, মানুষ হত্যা, গুম, জুলুম ও নির্যাতন করে দেশকে খাদের কিনারে রেখে পালিয়ে গেছে। এখন সকলে মিলে বিএনপির নেতৃত্বে দেশের উন্নতি, সমৃদ্ধি, সুনাম, ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’
এ সময় সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান ও জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম। বিএনপি নেতা অধ্যাপক আব্দুল আউয়াল ও যুবদল নেতা মো: রেজাউল করিম সোহাগ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com