যুবকরাই পারে একটি সমাজ ও রাষ্ট্রকে বদলে দিতে। গত ৫ই আগস্টই হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত। আর একমাত্র খেলাধুলায় এই যুব সমাজকে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের কালো তাবা থেকে রক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরপুর ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজাদ রাসেল। শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংঘঠন “পাইন্দং ফাউন্ডেশন” এর উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে নন-প্রফেশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমি-ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও পাইন্দং খেলোয়াড় সমিতির সদস্য সচিব রেজাউল করিম ও আইয়ুব অভির যৌথ সঞ্চালনায় মোঃ ইলিয়াস হোসাইন শাকিলের সভাপতিত্ত্বে এতে উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আ.ন.ম ইকরামুদ্দীন নাসির। সংবর্ধিত অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন ক্যাডার মোঃ আবু রায়হান। উত্তেজনাপূর্ন সেমিফাইনালে বাবুচিয়া ২-০ সেটে তাকিব স্পোর্টিং ক্লাবকে এবং বাবুনি ২-১ সেটে বাকলিয়া টার্ফকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পূর্ব দাওয়াহ ও মিডিয়া প্রচার সম্পাদক সাইরান কাদের চৌধুরী, পাইন্দং সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ সম্রাট আকবর জনি, হাজ্বী ফয়েজ বেকারীর সত্ত্বাধিকারী মুফরাত আবেদীন, গাউছিয়া এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ আলিম উল্লাহ বুদুল, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইন্দং ইউনিয়ন শাখার কার্যকরী সদস্য সরোয়ার তালুকদার, ট্রেড ইউনিয়ন সম্পাদক, মোঃ সরোয়ার আলম, পাইন্দং ফাউন্ডেশনের অর্থ সম্পাদক, মোঃ ইঞ্জিনিয়ার আবু হানিফ, কার্যকরী সদস্য আরফাত উদ্দীন সজিব, মঈন উদ্দিন মাছুম, মোঃ শাহজাহান, মোঃ হাসানুল করিম।