বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়ার শেরপুরে প্রাথমিক বিদ্যালয় উধাও করে মাটি ভরাট জানেন না শিক্ষা অফিসার কালিয়াকৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ঈদ উপহার দিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দাগনভূঞায় হাজী আবদুর রব-রুচিয়া ফাউন্ডেশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মোনাজাত নগরকান্দা প্রেসক্লাবের ইফতার মাহফিল লোহাগাড়া প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল কাপাসিয়ায় বৃদ্ধাশ্রমে ছাত্র শিবিরের অনন্য ইফতার আয়োজন ফিলিস্তিনে বর্বর হামলা ও ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে হাতিয়ায় বিক্ষোভ কেরানীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ গলাচিপায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

তড়িঘড়ি করে আর্টিকেল ৭০ তুলে দিলে এমপি কেনাবেচা শুরু হবে : রিজভী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশে অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন, এতে যদি সংবিধান থেকে আর্টিকেল (অনুচ্ছেদ) ৭০ তুলে দেন , তাহলে তো (সংসদ সদস্য) কেনাবেচা শুরু হবে। এতে করে আরো বেশি গণতন্ত্রের বিপর্যয় আসবে। ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘যে কোনো সংসদ সদস্য যদি তার নির্বাচনী দলের প্রতি আনুগত্য না দেখিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হন, তবে সে সংসদ সদস্য তার পদ হারাবেন।’ গত রাতে রোববার রাজধানীর শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনারা বিচার বিভাগ, সংবিধান, আইন, প্রশাসন সবকিছু সংস্কার করছেন । কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয় এটা কিন্তু হুমরে মুচড়ে পড়ে যাবে।
তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ আপনারা সংশোধন করবেন, কিভাবে করবেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু তড়িঘড়ি করে করলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে। আমরাও চাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক । কিন্তু সেটি যদি তড়িঘড়ি করে রাতারাতি করেন, তা হবে না।
বিএনপির এই মুখপাত্র বলেন, দেশে অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন, এতে যদি সংবিধানের আর্টিকেল ৭০ তুলে দেন, তাহলে তো কেনাবেচা শুরু হবে। এতে করে আরো বেশি গণতন্ত্রের বিপর্যয় আসবে। কয়েকটি ধারাবাহিকভাবে নির্বাচনে অনুষ্ঠিত হলে এটা নিয়ে কাজ করতে পারবে । এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শ্রমিক দল দক্ষিণের সভাপতি সুমন ভুইয়া, সাধারণ সম্পাদক সবুজ, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর আউয়াল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com