ভোলার দৌলতখানে বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুল মিলনায়তনে এ সম্মেলনে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল নোমানকে সভাপতি ও সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জসিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে নিজাম হাসিনা লামছিপাতা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে নলগোড়া শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান মাসুদ নির্বাচিত হন। আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে ও জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুলের সহকারী শিক্ষক জাকির হোসেন মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুলের প্রাক্তন সভাপতি খালেদা খানম, অন্যদের মধ্যে জেলা স্কাউট কমিটির সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার রিনা আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শিমুল প্রমুখ।