বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজের অনিশ্চয়তা কেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ সিংড়া মডেল প্রেসক্লাবের আয়োজনে কম্বল বিতরণ ভৈরবে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও পুলিশের পোশাক উদ্ধার কক্সবাজারে অটোরিকশা থেকে নামিয়ে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৩ তারাকান্দায় সেনাপ্রধানের মহড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ নড়াইল ও কালিয়ায় সংবর্ধিত হলেন টেক্সাস বিএনপি নেতা জহিরুল ইসলাম দীর্ঘ দুই মাস পর চালু হলো ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মোংলায় তীব্র লবনাক্ততার মধ্যেও মৌসুমি সবজি চাষাবাদ ও পশু পালনে বদলে গেছে দরিদ্র ৬০ পরিবারের জীবনমান কালীগঞ্জে গৃহবধূকে শিকলে আটকে নির্যাতন: থানায় মামলা শাহজাদপুরে মানদা কান্ত লাহিড়ী হত্যাকান্ডের সুষ্ঠু ময়নাতদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

ফটিকছড়িতে জুলাই শহীদদের স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে বাবুনি চ্যাম্পিয়ন

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

চট্টগ্রামের ফটিকছড়িতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পাইন্দং ফাউন্ডেশন” এর উদ্যোগে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে নন প্রফেশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা। জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রবিবার (৫ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন। উদ্বোধকের বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ৫ আগষ্ট স্বৈরাচার পতনের পর তরুণ-যুবকরা খেলাধুলা ও লেখাপড়ায় ফিরে এসেছে। যুবকের মাধ্যমেই আগামীর বাংলাদেশ নির্মাণ হবে। তারাই বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি মর্যাদা সম্পন্ন দেশ ও জাতিতে পরিণত করবে বলে আশা প্রকাশ করেন তিনি? পাইন্দং ফাউন্ডেশনের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মো: মোজাম্মেল হক চৌধুরী বলেন,বর্তমান সরকার ইতিমধ্যে ৫২ দিনের তারুণ্যের উৎসব ঘোষণা করেছে। গত ডিসেম্বর-জানুয়ারি মাসে ফটিকছড়িতে খেলাধুলা আয়োজনের একটি প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। এটি একটি সুস্থ প্রতিযোগিতা। উপজেলা প্রশাসন ও বর্তমান সরকার এই সুস্থ প্রতিযোগিতার সাথে আছে এবং থাকবে। এতে সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন, জামায়াত ইসলামী ফটিকছড়ি থানা শাখার আমির নাজিম উদ্দিন ইমু ও সাবেক আমির নাজিম উদ্দীন সিকদার। বিপুল সংখ্যক দর্শক উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় বাবনি ২-১ সেটে বাবুশিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পাইন্দং খেলোয়াড় সমিতির সদস্য সচিব রেজাউল করিম ও তানভীর মোস্তফার যৌথ সঞ্চালনায় এতে ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ দিদারুল আলম, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মুহাম্মদ বেলাল উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক সেকান্দর কোম্পানি, সহ-সভাপতি মোহাম্মদ ফোরকানুল আমিন, আলহাজ্ব আনোয়ারুল আজিম, জে.বি ব্রিক্সের স্বত্বাধিকারী মোঃ রুহুল আমিন, ব্যবসায়ী সেনাউল করিম ও জামায়াতে ইসলামী পাইন্দং ইউনিয়ন শাখার সভাপতি মোঃ এরশাদ উল্লাহ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com