বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজের অনিশ্চয়তা কেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ সিংড়া মডেল প্রেসক্লাবের আয়োজনে কম্বল বিতরণ ভৈরবে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও পুলিশের পোশাক উদ্ধার কক্সবাজারে অটোরিকশা থেকে নামিয়ে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৩ তারাকান্দায় সেনাপ্রধানের মহড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ নড়াইল ও কালিয়ায় সংবর্ধিত হলেন টেক্সাস বিএনপি নেতা জহিরুল ইসলাম দীর্ঘ দুই মাস পর চালু হলো ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মোংলায় তীব্র লবনাক্ততার মধ্যেও মৌসুমি সবজি চাষাবাদ ও পশু পালনে বদলে গেছে দরিদ্র ৬০ পরিবারের জীবনমান কালীগঞ্জে গৃহবধূকে শিকলে আটকে নির্যাতন: থানায় মামলা শাহজাদপুরে মানদা কান্ত লাহিড়ী হত্যাকান্ডের সুষ্ঠু ময়নাতদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

ফরিদপুরে মাঠের পর মাঠ জুড়ে পেঁয়াজ রোপনে ব্যাস্ত সময় পার করছে চাষীরা

বেলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

ফরিদপুরে মাঠের পর মাঠ জুড়ে পেঁয়াজ রোপনে ব্যাস্ত সময় পার করছে কৃষকেরা মাঠ তৈরি, বীজতলা থেকে চারা তুলে জমিতে লাগানো, সেচসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন পেঁয়াজ চাষীরা। গেলো বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায়, এ বছর আবাদের পরিমান কিছুটা বেড়েছে। অপরদিকে সরকারি প্রণোদনার বীজ বপন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা, বিস্তীর্ণ জমিতে চলছে পেঁয়াজ চাষ। দল বেঁধে পেঁয়াজের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। এ যেন পেঁয়াজের চাষের মহোৎসব। দেশের দ্বিতীয় বৃহৎ পেয়াজ উৎপাদনকারী ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় পেঁয়াজের চারা উৎপাদনের পর তা জমিতে রোপনের ধুম পড়েছে। জেলাজুড়ে, লালতীর, এমাস কিং, তাহেরপুরি, বারি-১ সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপন করা হয়েছে। তবে সার, কীটনাশক ও মজুরি খরচ বৃদ্ধি পাওয়ায় কিছুটা বিপাকে ফেলেছে কৃষকদের। গত বছর পেঁয়াজের ভালো দাম পাওয়ায় এবছর পেঁয়াজের আবাদ কিছুটা বাড়লেও কৃষকদের অভিযোগ মৌসুমের শুরুতে সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। ফলে বাজার থেকে কেনা পেয়াজ বীজেই লাভের আশা করছেন তারা। এদিকে সরকারি বীজে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে পুনরায় প্রনোদনার পেয়াজ বীজ বিতরণের মাধ্যমে এই ক্ষতি পুষিয়ে নেয়া হয়েছে বলে দাবি জেলার কৃষি অফিসের। নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন, নগরকান্দা উপজেলায় এবছর ৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষের জন্য লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর ফরিদপুর জেলায় ৪৬ হাজার ২শ ৬০ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গেলো বছরের তুলনায় ১৩০ হেক্টর বেশি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com