বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
শূরা বৈঠক ডেকে আজাদী বাজার মাদ্রাসায় ডুকতেই পারেননি হেফাজত আমীর ধনবাড়ীতে ছেলে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে মার্শাল আর্ট প্রশিক্ষণ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে সরকারী করণের দাবিতে স্মারকলিপি প্রদান বেনাপোল বিজিবি ও বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা কাপাসিয়ায় তারুণ্যের উৎসব টিউলিপের পদ্যতাগ : এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী কতিপয় ব্যক্তির অনৈতিক সুবিধা গ্রহণের কারণে ধুঁকছে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের শিক্ষা কার্যক্রম সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা মেয়াদ বাড়লো ৬ কমিশনের, ফেব্রুয়ারির শুরুতে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা কিশোরগঞ্জে আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িত সব কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ছাগলকা-ের মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে সবাইকে ধরা হবে। গতকাল বুধবার দুপুরে আনসার ও ভিডিপি সদরদফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি জানান, আনসারের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আনসার ও ভিডিপি সদস্যরা বিরতিহীনভাবে কাজ করতে পারবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৬০ লাখের বেশি আনসার সদস্য রয়েছে। তাদের প্রশিক্ষণ দিয়ে আরো কিভাবে জনগণের সেবার কাজে লাগানো যায় সে ব্যাপারে আলোচনা চলছে।
তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ে যুক্ত এ সব সদস্যকে উন্নত ও কার্যকরী প্রশিক্ষণ দিয়ে কিভাবে আরো ভালো করা যায়, তা নিয়ে আজ আলোচনা করেছি। মহা-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা নানা সমস্যা অবগত করেছেন। কিছু সমস্যা আছে, সেগুলো যত তাড়াতাড়ি সমাধান করা যায় সে ব্যাপারে আলোচনা করেছি।
তিনি বলেন, বিভিন্ন সমস্যা ও দুর্যোগে কিন্তু আনসার সদস্যরা বিভিন্ন বাহিনীর সাথে কাজ করে। এখানে আনসার সদস্যরাই মুখ্য ভূমিকা পালন করে। যেমন গত দুর্গাপূজায় আনসার সদস্যরা কাজ করেছে। আবার নির্বাচনের সময় তাদের বড় ভূমিকা থাকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের (আনসার) নানা সুযোগ-সুবিধার অভাব আছে, সেগুলো আমরা দেখছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আনসারদের চাকরিতে যে বিরতি সেটা আর থাকছে না, তারা নিয়মিত কাজ করছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময়ে অপরাধ ও বিতর্কিত ভূমিকায় জড়িতদের ধরা হবে। ছাগলকা-ের মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে সবাইকে ধরা হবে।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপতৎপরতায় বা অপরাধে যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, যাদের ফুটেজ আছে তাদের কিন্তু ধরা হচ্ছে। সব তো আর একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে। তাদের খুঁজে খুঁজে ধরা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com