বাগেরহাট পৌর সভার ৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকালে বাগেরহাট পৌর বিএনপির আয়োজনে বাসাবাটি ওয়ার্ড দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট পৌর বিএনপির আহবায়ক মো: এসকেন্দার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মল্লিক মোবাশ্বের হোসেন রুবেল, এ্যাডভোকেট হিরক মিনা, সদস্য মো: হায়াত আলী, শ্রমিকনেতা এস কে সুমন। সম্মেলনে শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সিনিয়র সহসভাপতি,সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে ১২১ সদস্যর মধ্যে ১১৩ জন ভোটর তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রিজাইডিং অফিসার হিসাবে নির্বাচন পরিচালনা করেন, সাবেক ছাত্রনেতা বেগ শামীম হাসান, সদস্য সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, মল্লিক মোবাশ্বের হোসেন রুবেল, এ্যাডভোকেট হিরক মিনা, মো: হায়াত আলী। নির্বাচনে শেখ ফাইজুল হক মন্টু, ৭৬ ভোট, মো: শাহরিয়ার কবির রুবেল ৫১ ভোট মো: জাকির হোসেন ৫৫ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে মো: কামাল হোসেন ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সভাশেষে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, পৌর বিএনপির আহবায়ক মো: এসকেন্দার হোসেন।উক্ত সম্মেলনে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, আমরা সবাই শহিদ জিয়ার আদশের সৈনিক সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাধে কাধ মিলিয়ে আমাদের দলকে সংগঠিত করতে হবে।এবং বাগেরহাট পৌর সভাকে বিএনপির একটি মডেল হিসাবে গড়ে তুরতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের ৩১দফা দাবী বাস্তবায়ন ও দলীয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট পৌরসভার প্রত্যকটি ওয়ার্ডে কাজ করতে হবে।