মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

ভোলার শিবপুরে নদী ভাঙ্গন রোধ ও শহর বাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নকে সিসি ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধ ও জেলা শহর বাঁধ রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (২০ জানুয়ারী) সকাল ১০ টায় শিবপুর ইউনিয়ন এর ভোলার খাল এলাকায় নদীর তীরে নদী ভাঙ্গন এলাকার প্রায় সহস্রাধিক এলাকাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি একে এম নুর হাওলাদার বলেন, ভোলা শহরের নিকটবর্তী শিবপুর ইউনিয়নে প্রতিবছর নদীভাঙ্গনে হাজার হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট ধ্বংস হয়ে যাচ্ছে। নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি। ফলে দিন দিন কমছে ফসলি জমির পরিমাণ। ঘরবাড়ি ও বসতভিটা সর্বস্ব হারিয়ে প্রতিনিয়ত পথে নামতে বাধ্য হচ্ছে নদীতীরবর্তী বসবাস করা মানুষ গুলো। এখানকার অধিকাংশ মানুষ বারবার নদী ভাঙ্গনে স্বয়সম্বল হাড়িয়ে দিশেহারা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শিবপুর ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি আবু জাফর বলেন, নদী ভাঙ্গার ফলে এখানের বসবাসকারী সাধারণ মানুষ গুলো বাড়ি ঘর সরিয়ে নিয়ে রাস্তার পাশে কোনো রকমে বসবাস করছে। শিবপুর গ্রামের অনেকের বাড়ি ঘর বিলীন হওয়ার পর খোলা আকাশের নীচে বসবাস করছে। আবার কেউ অন্য স্থানে বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধের মাধ্যমে ভাঙ্গন রোধ করে এলাকার অসহায় মানুষের বসত ভিটা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, সরকারি স্কুল, সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার আহ্বান জানান। মানববন্ধন বাস্তবায়নের অন্যতম সদস্য মো.আল আমিন বলেন, নদী ভাঙ্গনের ফলে গ্রামবাসীর মারাত্মক বিপর্যয়ের মধ্যে দিয়ে জীবন যাপন করছে। শত শত পরিবারের বসত ভিটে বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ এলাকার মানুষ দুশ্চিন্তা ও হতাশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই নদী এলাকায় মানুষ অধিকাংশই দিন মুজুর, কৃষক ও খেটে খাওয়া মানুষ। আমাদের একটাই দাবি এখানে সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করে নদী ভাঙ্গন রোধ করতে হবে। স্থানীয় বাসিন্দা জাহানারা বেগম বলেন, নদীর তীব্র স্রোতের কারণে ভেঙ্গে গেছে আমার বসত ভিটা। এখন ত্রিপল দিয়ে তাবু বানিয়ে খোলা আকাশে নিচে বসবাস করছি।
অনেক কষ্টে দিন কাটাতে হয় ,আমার মতো যে আর কারও বসত ভিটা বিলীন না হয়। আবদুস সোবহান, মো.সেলিম, মো.ইব্রাহিম, মো.যুবরাজ সহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, নদী ভাঙ্গনের কারণে ভয়ে রাতে ঘুমাতে পাড়ি না, প্রতিনিয়ত ভাঙ্গনের আতংকে দিন কাটাতে হয়। গত কয়েক বছর যাবৎ বর্ষাকাল এলেই আতংকে কাটে আমাদের দিন রাত। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শিবপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. হাদিস, মো. কামাল মেম্বার, আব্দুল হক রাঢ়ী, যুবদল নেতা আবু জাফর পন্ডিত, মো.ফিরোজ পন্ডিত, মো.জিন্নাহ সহ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com