সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্যোগ বাস্তবায়নে মহিলা সমাবেশ

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

নীলফামারীতে জেলা তথ্য অফিসের আয়োজনে ‘মহিলা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে(১৮ নভেম্বর) সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পুর্ব সুটিপাড়া ফুলতলা এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী। জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কুন্দপুুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী বক্তব্য দেন এতে। প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরুন্নাহার শাহজাদী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল আমরা ভোগ করছি। নারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হতে নানা কার্যক্রম চালু করেছে এগুলোর সুযোগ নিয়ে এবং সঠিক ভাবে ব্যবহার করে এগিয়ে যেতে হবে। জেলা তথ্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) প্রকাশ চন্দ্র রায় জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্যোগ একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়ক কর্মসুচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসুচী এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করণে তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে এই সমাবেশের আয়োজন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com