শীতের আগাম বার্তায় করোনা মহামারি দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হাটহাজারী পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী মাজিস্ট্রেট শরীফ উল্ল্যাহ’র নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের। এসময় করোনা প্রতিরোধে জনগনকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ২০ টি মামলায় ২০ জন ব্যক্তিকে মুখে মাস্ক না দেয়ায় ৭৪০০ টাকা অর্থদ- প্রদান করে। মুখে মাস্ক ব্যবহারের বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয় এবং ব্যক্তি উদ্যোগে অনেকের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এদিকে গতকালও পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক না পরায় ১৬জনকে ৬হাজার ১শত টাকা জরিমানা করা হয়। করোনা প্রতিরোধে মাস্ক পরা নিশ্চিত করতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার ভূমি হাটহাজারী শরিফ উল্ল্যাহ জানান।