বগুড়া পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনতা মূলক কর্মসূচি ও বালতি বিতরণ অনুষ্ঠান শহর ২নং ওয়ার্ড সিবিও সভাপতি এ্যাডঃ মোঃ আলী আসগারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ফুলবাড়ি মধ্যপাড়া আঃ জোব্বার মেমোরিয়াল কেজি স্কুল মাঠে সুবিধাভোগীদের মাঝে বালতী বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া পৌরসভা ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু। বগুড়া পৌরসভা সিবিও সুপারভাইজার নুপূরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জোবাইদা বেগম, ২নং ওয়ার্ড সিবিও সাধারণ সম্পাদক এ্যাডঃ ফেরদৌসি আক্তার রুনা, পৌরসভা বর্জ্য ব্যবস্থাপনা প্রজেক্টলীড আবিদুর রহমান রাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ৫৫০ জন সুবিধাভোগিদের মাঝে বালতি বিতরন করা হয়।