খুলনা সিটি কর্পোরেশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সোমবার যৌথভাবে নগরীর গুরুত্বপূর্ণ বাজারসমূহে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বাজার দর পর্যবেক্ষণ করেন। এ সময় কেসিসি প্রশাসক ফিরোজ সরকারসহ কেসিসি, ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বাজার মনিটরিঙের সময় দোকানীদের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।