গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ০১ জনকে ০৮ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১ জনকে জরিমান করা হয়েছে। বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মূলগাও ও দক্ষিণ রাজনগর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, বুধবার বিকেলে উপজেলার মূলগাও ও দক্ষিণ রাজনগর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ০১ টি মামলায় ১০০ টাকা জরিমানা ও ০৮(আট) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ০১ টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক জুয়েল মিয়া, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।