ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা এর বদলির আদেশ হলেও এখনো বহাল তবিয়তে রয়েছে। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা কে গত (২৫ ফেব্রুয়ারি) স্মারক নম্বর ০৫.০০.০০০০.১৩২.১৯.০০২.২৫.২০২ প্রজ্ঞাপন মূলে উপসচিব আবুল হাসনাত মো: রফিক’র স্বাক্ষরে জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট উপপরিচালক পদে পদায়ন করে বদলি করা হয়। কিন্তু বদলির আদেশ হওয়ার ২৪ দিন অতিবাহিত হলেও বহাল তবিয়তে রয়েছে। বদলি কার্যকর না হওয়ায় উপজেলার জন সাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বদলি সংবাদ (সাংবাদিক) সাগর তালুকদারসহ সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে কমেন্টে আনার মন্ডল, মিজান আরেফিন, শাহিন আলমসহ অনেক লোকজন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করনে। উল্লেখ্য, নাজনীন সুলতানা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে (১০ মার্চ ২০২৪) তারিখে যোগদান করেন।