কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উলিপুর উপজেলা শাখার আয়োজনে বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উক্ত বর্ধিত সভায়, উলিপুর উপজেলা বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ প্রামানিকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোগদার। সভায়, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা আহবায়ক হোসাইন আহমেদ হিজল উলিপুর উপজেলা সহকারী শিক্ষক সমাজের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। নারিকেল বাড়ি খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোবায়দুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সিনিয়র যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম, জেলা সদস্য সচিব ইমরুল হক টুটুল, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ মন্ডল, উলিপুর বিশেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা সদস্য মাহফিল হক প্রমুখ। আলোচনা শেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া করেন, মোঃ ফেরদৌস আলম।