মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

রংপুরে সংবাদকর্মীর উপর পুলিশী হামলার মানববন্ধন-সমাবেশ করেছে সাংবাদিকরা

নুর হাসান চান রংপুর :
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২০

শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ), রংপুর ও রংপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন সমাবেশে আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী সোমবার অবস্থান কর্মসূচীসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন সাংবাদিক নেতারা। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, পুলিশ বাহিনীর তদন্ত কমিটির বেঁধে দেয়া ৭২ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত ইন্ডিপেনডেন্ট টিভি’র ক্যামেরাপার্সন লিমন রহমানের উপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে পুলিশ ও সাংবাদিকদের মাঝে যে সৌর্হাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে তা মনে হচ্ছে। পুলিশের শীর্ষ কর্মকর্তারা মানবিক পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছেন। অথচ রংপুরে যে ঘটনাটি ঘটে গেল তা চরম আইন লংঘনের পাশাপাশি পুলিশের অমানবিকতা প্রকাশ পেয়েছে। প্রকাশ্যে সংঘবদ্ধভাবে পুলিশ সদস্যরা এক সাংবাদিককে পেটালো, তার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অথচ তদন্ত করতে এত সময় কেন লাগছে তা সাংবাদিক সমাজের বোধগম্য নয়। সাংবাদিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে জাতির সামনে তুলে ধরাসহ দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় মানববন্ধন সমাবেশে। অন্যথায় সারাদেশের সংবাদকর্মীরা আন্দোলন করতে বাধ্য হবে। টিসিএ রংপুরের সভাপতি শাহ্ নেওয়াজ জনির সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, রিপোর্টাস্ ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহমেদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, সাংবাদিক লিয়াকত আলী বাদল, আফতাব হোসেন, জাভেদ ইকবাল, মানিক সরকার মানিক, সরকার মাজহারুল মান্নান, নজরুল ইসলাম রাজু, জাহাঙ্গীর আলম বাদল, মফস্বল সাংবাদিক ফোরামের নেতা শফিউল করিম শফিক, টিসিএ’র সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম জীবন, রিপোর্টাস্ ইউনিটির সংগঠক রনজিৎ দাস, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, তাজহাট প্রেসক্লাবের আহ্বায়ক জাকির হুসাইন। মানববন্ধন সমাবেশটি সঞ্চালনা করেন, বার্তা টুয়েন্টিফোরের স্টাফ করেসপনডেন্ট ফরহাদুজ্জামান ফারুক। মানববন্ধন সমাবেশে রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস্ ক্লাব, সিটি প্রেসক্লাব, টিসিএ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, তাজহাট থানা প্রেসক্লাব, মাহিগঞ্জ প্রেসক্লাব, রিপোর্টাস্ ইউনিটি, মফস্বল সাংবাদিক ফোরাম বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com