মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম ::
শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ উদ্বোধন করেন মেজর অব. মেসবাহুল ইসলাম ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ‘হাস্যকর’ : ট্রাম্প ফ্রান্সে বাংলাদেশ দেশ কমিউনিটির সমাবেশ ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ এবার ভারতীয় মিডিয়ায় ড. ইউনূস বন্দনা! নেপথ্যে কী? অগ্রগতি ছাড়াই শেষ ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপের আলোচনা সেন্টমার্টিন-টেকনাফে পানিবন্দি দুই হাজার মানুষ কেউ কেউ সীমা লঙ্ঘন করেছেন, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে রাষ্ট্র সংস্কারের সব বিষয়ে আমরা একমত হবো না: আলী রীয়াজ নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল শুধু এশিয়া না, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিতে চাই: ঋতুপর্ণা

‘প্রজন্ম২৪বিডিডট কম’ শুভ উদ্বোধন

হারুন ইবনে শাহাদাত
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
বাম থেকে এই মতামত নিবন্ধের লেখক সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক হারুন ইবনে শাহাদাত ও ‘প্রজন্ম২৪বিডিডট কম এর প্রধান পৃষ্ঠপোষক ডা. এস এম খালিদুজ্জামান, সম্পাদক ড. মোহাম্মদ আহসান হাবীব ইমরোজের সাথে গত ১জুলাই মঙ্গলবার, রাজধানীর হোটেল রেডিসন ব্লু -তে ’ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে।

ড.আহসান হাবীব ইমরোজের সাংবাদিক ও সম্পাদক হিসেবে অভিষেক

২০২৪ সালের ৩৬ জুলাই। অর্থাৎ ৫ আগস্ট বাংলাদেশে ঘটেছে রক্তাক্ত বর্ষাবিপ্লব।
জুলাই বর্ষাবিপ্লবের প্রথম মাস। ২০২৫এর এই দিনটি রক্তাক্ত বর্ষা বিপ্লবের প্রথম বর্ষপূর্তির প্রথম দিন আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বিশেষ তিনটি কারণে: ১.সারা দিনের অফিসের ব্যস্ততার পর রাতের একটি উল্লেখ্যযোগ্য অংশ কাটলো ফ্যাসিস্ট শেষ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে জীবন-মরণ পণ করা বিপ্লবী শহীদ পরিবারের সদস্য ও আহত বীর সন্তান যারা আমাদের একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের সাথে। শতাব্দীর শ্রেষ্ঠ মহাকাব্যের নায়ক সান্নিধ্য চিরস্মরণীয় হয়ে থাকে। ২. এই চেতনা ধারণ করে শহীদ পরিবারের সদস্য ও আহত বীরদের নিয়ে উদ্বোধনের মাধ্যমে আত্মপ্রকাশ করলো একটি নতুন নিউজ পোর্টাল ‘প্রজন্ম২৪বিডিডট কম’ (https://projonmo24bd.com) । রাজধানীর অভিজাত হোটেল রেডিসন ব্লু-তে আয়োজিত বর্ণিল আয়োজনে একজন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ। ৩. কলেজ-বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু ও রাজপথের সহযোদ্ধা ড. মোহাম্মদ আহসান হাবীব ইমরোজের সাংবাদিক ও সম্পাদক হিসেবে অভিষেক।
‘প্রজন্ম২৪বিডিডট কম’-এর এ শুভ যাত্রায় শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের হৃদয়ের ভালবাসা প্রকাশ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও মুনাজাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, শহীদ নাফিসের বাবা মো.গোলাম রহমান, শহীদ নাঈমের মা, জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, আহত মাদ্রাসা শিক্ষার্থী জুনায়েদ আহমেদসহ আরো অনেক জুলাই বিপ্লবে আহত ছাত্র, শ্রমিক। তাদের বক্তব্যে অশ্রুসিক্ত হয়ে পড়ে হোটেল রেডিসন ব্লু।
সবার প্রত্যাশা হাজার হাজার মিডিয়া বিশেষ করে নিউজ পোর্টালের ভিড়ে ‘প্রজন্ম২৪বিডিডট কম’ শুধু একটি নিউজ পোর্টাল হিসেবে নয় ভূমিকা পালন করবে একটি জনপ্রিয় মাল্টিমিডিয়া গণমাধ্যম হিসেবে। এ কারণেই হয় তো মাল্টিমিডিয়া জার্নালিজমের একজন ছাত্র হিসেবে আমার প্রত্যাশা একটু বেশি। উল্লেখ্য, সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি বাংলাদেশে মাল্টিমিডিয়া কোর্স যখন শুরু করে সেই প্রথম ব্যাচের একজন ছাত্র ছিলাম আমি। বিশ্বখ্যাত ফটো সাংবাদিক ও মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম, আমিনুল ইসলাম, চীনের বিখ্যাত দৈনিক চায়না ডেইলির সম্পাদক ডি জে ক্লার্কসহ দেশি-বিদেশি শিক্ষকের তত্ত্বাবধানে মাল্টিমিডিয়া সাংবাদিকতার অ-আ শিখার সুযোগ পেয়েছিলাম।
আমার আশা ড. মোহাম্মদ আহসান হাবীবের মতো সুযোগ্য সম্পাদকের নেতৃত্বে ‘প্রজন্ম২৪বিডিডট কম’ নিছক একটি নিউজ পোর্টালে সীমাবব্ধ থাকবে না, একটি সত্যিকারে মাল্টিমিডিয়া গণমাধ্যমে পরিণত হবে। ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া বিশ্বখ্যাত সিএনএন (Cable News Network) যখন ১৯৮০ সালে কার্যক্রম শুরু করে তখন তার প্রতিদ্বন্দ্বী অন্যান্য মিডিয়ার সাংবাদিকরা বলতেন, কিচেন নিউজ নেটওয়ার্ক মানে রান্নাঘর নিউজ নেট ওয়ার্ক। আজ সারা বিশ্বব্যাপী তাদের প্রায় ৭০ কোটি সাবস্ক্রাইবারের বিশাল পরিবার। আমি সময় বাঁচাতে কোন ভূমিকাই আমার শুভেচ্ছা বক্তব্যে এ কথাটিই উল্লেখ করেছি। হয় তো আমার কথাটি তাদের পছন্দ হয়নি, অথবা অনুচ্চ-কণ্ঠের কারণে কর্ণের পর্দায় কম্পন জাগিয়ে মনে জাগরণ তুলতে পারেনি। তাই বড় বড় রাজনৈতিক নেতাদের নামের ভিড়ে একমাত্র সাংবাদিক প্রতিনিধি এই বক্তার এ বক্তব্য তাদের এ বিশাল উদ্বোধনী অনুষ্ঠানের খবরের কোন কোণায় স্থান পায়নি, এমন কী নামটিও নয়। আরো অনেক না বলা কথাই ছিলো যেমন:এ পোর্টালের প্রধান পৃষ্ঠপোষক ডা. এস এম খালিদুজ্জামান এবং প্রকাশক তার প্রেমময়ী সহধর্মিণী ডা. উম্মে হাবিবা শারমিন। তারা সময়ের প্রয়োজনে দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে মিডিয়া হাউজ গড়ে তোলার মতো দুঃসাহসী পদক্ষেপ নিয়েছেন। ভারতীয় আগ্রাসন ও জাতি বিনাশী চেতনার বিরুদ্ধে তারা সত্য সুন্দর সংবাদ পরিবেশনের সাথে সাথে তৈরি করবেন আত্মপরিচয় ও চেতনাকে জাগ্রত করার বয়ান। জনাব খালিদুজ্জামানের এ মিডিয়া পালন করবে অপরাজিত সেনানায়ক খালিদ বিন ওয়ালিদের ‘ সাইফুল্লাহ ( আল্লাহর তলোয়ার) এর মতো বলিষ্ঠ ভূমিকা। তারা এ কথা মনে রেখেই পথ চলবেন, একজন ডাক্তার বা চিকিৎসকের ভুল কবরে মাটির নীচে চাপা পড়ে নয় তো শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু একজন সাংবাদিকদের ভুল আকাইর্ভে সংরক্ষিত থাকে,ইতিহাসের অংশ হিসেবে। একজন ডাক্তারের ভুলে মাত্র একজন অসুস্থ মানুষ মারা যায়। কিন্তু একজন সাংবাদিক ভুল করলে একটি দেশ,জাতি, আদর্শ , বিশ্বাস ও একটি প্রজন্মের মৃত্যু ঘটে। তার মানে এই নয়, কোন ভুল হবে না। মানুষ ভুলের উর্ধে নয়, ভুল করাই স্বাভাবিক। কিন্তু সেই ভুলের প্রভাবে নষ্টের সূচনার শুরু আগেই তা সংশোধন করতে হবে।
সম্পাদক হিসেবে অভিষিক্ত ড. মোহাম্মদ আহসান হাবীব ইমরোজ একজন লেখক, গবেষক ও ক্যারিয়ার স্পেশালিস্ট। তিনি টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা  মরহুম নাজিরুল ইসলাম, এবং রত্নগর্ভা মা হোসেনে আরা বেগম দুই জনই যথাক্রমে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ছিলেন। ড. মোহাম্মদ আহসান হাবীব ইমরোজের শিক্ষাজীবন শুরু হয় নিজ এলাকা করটিয়ায়। এরপর তিনি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বাংলার আলীগড় খ্যাত করটিয়া সাদত কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাস করেন। পরবর্তীতে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রির পর মালেশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল ফেলোশিপ অর্জন করেছেন। সর্বক্ষেত্রে সফল জীবনের অধিকারী প্রিয় বন্ধুর সাফল্য কামনা করছি। তার নেতৃত্বে ‘প্রজন্ম২৪বিডিডট কম’ (https://projonmo24bd.com) পরিণত হোক অন্যতম শীর্ষ মিডিয়া হাউজে। মহান আল্লাহর রাব্বুল আলামীনের দরবারে এই আমার আন্তরিক প্রার্থনা। লেখক: হারুন ইবনে শাহাদাত.   সিনিয়র সাংবাদিক ও কথাসাহিত্যিক। ইমেইল:harunibnshahadat@gmail.com

 

 




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com