নারায়নগঞ্জ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আসা ইয়াছিন (২৬) নামের আরো এক যুবকের করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ সে করোনায় আক্রান্ত। তার বাড়ি উপজেলার আনোয়ারপুর গ্রামে। এ নিয়ে নারায়নগঞ্জ ফেরত ২ জনের করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, ইয়াছিন বাড়িতে আসলে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে সে ৮ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা দেয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে তার নমুনা পরীক্ষায় আক্রান্তের রিপোর্ট উপজেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে আনার ব্যবস্থা করা হয়েছে এবং আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ৯ এপ্রিল রাতে মতলব উত্তর উপজেলায় নারায়ণগঞ্জ থেকে সুজন নামের একজন শশুরবাড়ি হানিরপাড় গ্রামে আসে করোনা আক্রান্ত রোগী। তার বাড়ি রংপুর জেলায়।
এমআইপি/প্রিন্স/খবরপত্র