বাংলাদেশের মেগা প্রকল্পের মধ্যে মাতার বাড়ীর প্রকল্পটি অন্যতম। কক্সবাজার মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ক্ষতিপূরণ টাকা ও ২১ ক্যাটাগরির দাবী আদায়ের বিশাল মানববন্ধন করছেন। এতে উত্তাল এলাকাবাসী। ক্ষতিগ্রস্থদের নামে বরাদ্ধকৃত ২ লাখ ২০ হাজার টাকা শীঘ্রই দিতে হবে। ক্ষতিগ্রস্থ জমির মালিকদের মধ্যে অনেকে বিবিসিএস ও ড্রপ এনজিও কর্তৃক টাকা পেয়েছে। আবার অনেকেই এখনো পায়নি। বিবিসিএস এবং ড্রপ এনজিও অফিসে প্রায় ২ হাজার ফাইল জমা হয়েছে। তাদের অনিয়মে ক্ষতিগ্রস্তরা খুবই মর্মাহত। এসব ফাইলের মালিকদের টাকা না দিয়ে কালক্ষেপন করে আসছেন কর্তৃপক্ষ। এতে ক্ষতিগ্রস্ত জমিনের মালিকরা অসহায়ত্বে জীবন যাপন করছেন। ক্ষতিগ্রস্থ জমির মালিকদের শীঘ্রই ঐ টাকা দেয়ার দাবীতে ৬ জানুয়ারী বুধবার উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে সিংঙ্গাপুর ও জাপানের সহযোগিতায় দেশের বৃহৎ প্রকল্পগুলি চলমান। উক্ত প্রকল্পের জমির ক্ষতিগ্রস্ত মালিকরা ক্ষতিপূরণের দাবীতে মাতারবাড়ী নতুন বাজার সিএনজি ষ্টেশন (চৌরাস্তা মোড়)এ বিশাল মানববন্ধনে মিলিত হয়েছেন। তাদের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য প্রদান করছেন মাতারবাড়ী মাটি ও মানুষের প্রিয়জন চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উলাহ বিএ।