শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
মাধবদীতে লোডশেডিং ও গরমে ব্যাপক চাহিদা বেড়েছে চার্জার ফ্যানের বৃষ্টি প্রার্থনায় অঝোরে কাঁদলেন বরিশালের মুসল্লিরা আদিতমারীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নওগাঁয় বোরো ধানের সোনালী শীষে দুলছে কৃষকের স্বপ্ন ছড়ার পানিই ভরসা পাহাড়ি জনগোষ্ঠীর চকরিয়ায় একাধিক অভিযানেও অপ্রতিরোধ্য বালুখেকো সিন্ডিকেট রবি মওসুমে নওগাঁ জেলায় ৮৮ হাজার ১১০ মেট্রিকটন ভূট্টা উৎপাদনের প্রত্যাশা কটিয়াদীতে প্রচন্ড তাপ প্রবাহ, বৃষ্টির জন্য সালাতুল ইসস্তিকা বরিশালে দাপদাহে স্বাস্থ্য সুরক্ষার্থে শেবাচিম হাসপাতালে জনসচেতনতামূলক প্রচারণা শুরু কালীগঞ্জে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি লুট

নারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই

মনসুর রহমান দিনাজপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

সেলাই ও এমব্রডারী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, নারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষনের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি করতে পারলে পুরুষের পাশাপাশি নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বি করতে সক্ষম হবে। নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। এশিয়ার জাপান, চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ যে সব দেশ উন্নত হয়েছে সেখানে নারীরা এগিয়ে এসেছেন। নারীদের সহযোগিতা ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী পুরুষের মিলিত চেষ্টায় দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। ১১ জানুয়ারি সোমবার হাকিমপুর উপজেলা পরিষদ শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে কলোনী পাড়া মহিলা উন্নয়ন সমিতির (কেএমডিএস) এর বাস্তবায়নে “প্রশিক্ষণের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টি কর্মসূচীর” আওতায় ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর উইমেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ ও কলোনী পাড়া মহিলা উন্নয়ন সমিতির সভাপতি মোছাঃ জান্নাতুস সাফা শাহীনুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন উর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুর রেজা শাহীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোঃ পারুল নাহার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর। স্বাগত বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, ট্রেইনার হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন কম্পিউটার অপারেটর মোঃ আব্দুল্লাল আল সাকিব মাসুম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফলিন্দর সরকার, সহকারী ট্রেইনার মোঃ শামীম ইসলাম, হিসাব রক্ষক মোঃ নজরুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কেএমডিএস’র সমিতির প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল কুদ্দুস। সভায় ৩০দিনব্যাপী প্রশিক্ষনপ্রাপ্ত ৩০ জন প্রশিক্ষনার্থীকে সনদ ও বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম ও বিশেষ অতিথিদ্বয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com