মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

সিরাজগঞ্জে নদীর তীর ও ফসলি জমির মাটি কেটে ইটভাটায়

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউপিতে অবৈধভাবে নদীরতীর ও ফসলি জমির মাটিকেটে ইটভাটায় বিক্রয়ের ধুম পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভিতসন্তস্ত বৃদ্ধ জমির মালিক ও এলাকাবাসি সুত্রে জানাযায়, উপজেলার বহুলী ইউপির ডুমুরইছা গ্রামের হালিম, হেলাল, সবুজ, শান্তা, চাচা হবি, জয়নাল, জবদেলের ছেলে মোতালেবসহ কতিপয় অসাধু ভুমি খেকো, মাটিখেকো লোকেরা ডুমুম মৌজার গুচ্ছগ্রামের উত্তর পার্শ্বের জমি এবং পূর্ববর্তী সময়ে নদী ও খাল খননকাজ শেষে জোমারাখা মাটি এবং জোরপূর্বক অবৈধভাবে স্থানীয় দৈভাঙ্গা নদীর দুইপাড়ে নদীর তীর ও পার্শ্ববর্তী স্থানীয় জমির মালিক রমজান হাজী,আব্দুস সালাম,কেতাবআলীর, তাজেল পাগলার জমি সহ বিভিন্ন মালিকদের ফসলি জমির মাটিকেটে ইটভাটায় সহ বিভিন্ন স্থানে বিক্রয় করে কারিকারি টাকা কামানোর ধুম পড়েছে। এছাড়াও ওই মাটি পরিবহণ কাজে নিয়োজিত মিনিট্রাক গুলো বেপরোয়া চলাচলে একই স্থানে প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল টেক এন্ড মাদ্রাসা পরুয়া কমলমতি ছাত্র-ছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়তই। প্রতিবাদ করলেই লাঞ্ছিত হতে হয় বলে জানাযায়। এ অবৈধ কাজে কোনরুপ প্রতিবাদ করার সাহস করতে নারায। এলাকাবাসিগন আরোও জানান, কোনরুপ প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি প্রদান করাহয়। যাহা সরেজমিনে তদন্ত করলেই এদের অপরাধ মুলক অনেক কাজের সঠিক প্রমান বেড়িয়ে আসবে বলে জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com