সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউপিতে অবৈধভাবে নদীরতীর ও ফসলি জমির মাটিকেটে ইটভাটায় বিক্রয়ের ধুম পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভিতসন্তস্ত বৃদ্ধ জমির মালিক ও এলাকাবাসি সুত্রে জানাযায়, উপজেলার বহুলী ইউপির ডুমুরইছা গ্রামের হালিম, হেলাল, সবুজ, শান্তা, চাচা হবি, জয়নাল, জবদেলের ছেলে মোতালেবসহ কতিপয় অসাধু ভুমি খেকো, মাটিখেকো লোকেরা ডুমুম মৌজার গুচ্ছগ্রামের উত্তর পার্শ্বের জমি এবং পূর্ববর্তী সময়ে নদী ও খাল খননকাজ শেষে জোমারাখা মাটি এবং জোরপূর্বক অবৈধভাবে স্থানীয় দৈভাঙ্গা নদীর দুইপাড়ে নদীর তীর ও পার্শ্ববর্তী স্থানীয় জমির মালিক রমজান হাজী,আব্দুস সালাম,কেতাবআলীর, তাজেল পাগলার জমি সহ বিভিন্ন মালিকদের ফসলি জমির মাটিকেটে ইটভাটায় সহ বিভিন্ন স্থানে বিক্রয় করে কারিকারি টাকা কামানোর ধুম পড়েছে। এছাড়াও ওই মাটি পরিবহণ কাজে নিয়োজিত মিনিট্রাক গুলো বেপরোয়া চলাচলে একই স্থানে প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও ভোকেশনাল টেক এন্ড মাদ্রাসা পরুয়া কমলমতি ছাত্র-ছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়তই। প্রতিবাদ করলেই লাঞ্ছিত হতে হয় বলে জানাযায়। এ অবৈধ কাজে কোনরুপ প্রতিবাদ করার সাহস করতে নারায। এলাকাবাসিগন আরোও জানান, কোনরুপ প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি প্রদান করাহয়। যাহা সরেজমিনে তদন্ত করলেই এদের অপরাধ মুলক অনেক কাজের সঠিক প্রমান বেড়িয়ে আসবে বলে জানান।