গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবে রোববার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দফা দাবীতে সারাদেশের মতো গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ উপজেলা এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখা। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্তৃত্ব নিয়ে দীর্ঘ দিন ধরে সমস্যা হচ্ছে। সংবিধানের নির্দেশনা ও আইনানুযায়ী প্রতিষ্ঠিত প্রশাসনিক একাংশ নিবার্চিত উপজেলা পরিষদ কর্তৃত্বহীন, প্রজাতন্ত্রের মালিক জনগন, তৃণমূলের জবাবদিহি শাসন বিঘিœত বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার সভাপতি ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের এড. আমানত হোসেন খান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এড. রিনা পারভীন, গাজীপুর সদর উপজেলা এসোসিয়েশনের সদস্য হাসিনা সরকার ,কালিয়াকৈর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা। সভায় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স সাংবাদিক বৃন্দ। এসময় বক্তারা জাতির পিতার সংবিধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় সংসদে পাসকৃত আইনের যথাযথ বাস্তবায়নের দাবী জানান।