মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

নওগাঁর ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় সারাদেশের মধ্যে অষ্টম

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় সারাদেশের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গতবছর ডিসেম্বর মাসে সারাদেশের স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রমের উপর একটি জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ। সারাদেশের ৪১৩টি স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমের উপর স্বাস্থ্য অধিদপ্তর থেকে জরিপ চালানো হয়। এক থেকে দশটি স্বাস্থ্য কমপ্লেক্সের স্কোর ১৭ দশমিক ৪০ পয়েন্ট। এর মধ্যে নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৭ দশমিক ৪০ স্কোর পেয়ে অষ্টম স্থান অধিকার করে। তৃণমূল ও নিভৃত পল্লী এলাকায় সরকারের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অনন্য উদ্যোগ নিয়েছে এই উপজেলা স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে অসহায় ও দুস্থ্য মানুষ, শিশু, গর্ভবতী মায়েদের কাছে কমিউনিটি ক্লিনিক আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং ৮টি ইউনিয়নে ২১টি কমিউনিটি ক্লিনিকে প্রত্যন্ত এলাকার অসহায় মানুষ বিনামূল্যে ওষুধ ও চিকিৎসবা পাচ্ছেন।’ তিনি বলেন, ‘গতবছর এ উপজেলার যোগদানের পর স্বাস্থ্য বিভাগের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের সাথে বৈঠক করি। বৈঠকের সিন্ধান্ত মোতাবেক স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। গর্ভবতী মায়েদের স্বাভাবিক বাচ্চা প্রসব যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে করা যায় তার পুরো ব্যবস্থা গ্রহণ করা হয়। এর সুফল হিসেবে স্বাভাবিক বাচ্চা প্রসব সম্পন্ন হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে ১৪ জন সিএইচসিপি মহিলা। ১৪ জনই ধাত্রী বিদ্যার ছয় মাসের কমিউনিটি স্কীল বার্থ এ্যাটেনডেন্ট ট্রেনিং নিয়েছেন। বর্তমানে এসব কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক বাচ্চা প্রসবের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। মাতৃ ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ জোর দেয়া হয়েছে। এলাকার ছয় মাসের শিশুদের মায়ের বুকের দুধ পান এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা বিষয়ে ঘরে ঘরে গিয়ে কাউন্সিলিং অব্যাহত রয়েছে। এর ফলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়া টিকাদান কর্মসূচী (ইপিআই) শতভাগ বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে এসব ক্লিনিকে নরমাল ভেলিভারী শুরু হয়েছে।’ উপজেলার ধামইরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড জয়জয়পুর গ্রামের ওমর ফারুক জানান, তার স্ত্রী ফারজানা আক্তার ববির(২৭) প্রসব ব্যথা শুরু হলে তাৎক্ষনিক নেউটা কমিউনিটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় তার ছেলে সন্তান জন্ম লাভ করে। গত বছরের ফেব্রুয়ারী মাসে একই কমিউনিটি ক্লিনিকে নেউটা গ্রামের রাজিয়া সুলতানা নামে এক মায়ের স্বাভাবিক বাচ্চা প্রসব সম্পন্ন হয়। নেউটা গ্রামের মোশারফ হোসেন বলেন, ‘বাড়ীর কাছে কোন খরচ ছাড়াই নিরাপদে গর্ভবতী মায়ের সন্তান প্রসব নি:সন্দেহে স্বাস্থ্য বিভাগের একটি বড় অর্জন। তাছাড়া আমরা গবীর মানুষ বাড়ীর কাছে এসব ক্লিনিকে এখন অনেক ঔষধ ও সেবা পাওয়া যাচ্ছে। যা আমাদের জন্য ভালো খবর।’ নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, ‘উপজেলার তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ধামইরহাট স্বাস্থ্য বিভাগের এ অর্জন নি:সন্দেহে একটি ভালো খবর। গর্ভবতী মা, শিশু ও সকল বয়সের মানুষ স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে সেবা গ্রহণ করলে মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কম থাকে। আমরা সকল মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে গিয়ে বাচ্চা প্রসবের পরামর্শ দিয়ে থাকি। এ উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রক্রিয়ায় যাতে গর্ভবতী মা বাচ্চা প্রসব করতে পারেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এর সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ নওগাঁর ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় সারাদেশের মধ্যে অষ্টম
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবায় সারাদেশের মধ্যে অষ্টম স্থান অধিকার করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গতবছর ডিসেম্বর মাসে সারাদেশের স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রমের উপর একটি জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ। সারাদেশের ৪১৩টি স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমের উপর স্বাস্থ্য অধিদপ্তর থেকে জরিপ চালানো হয়। এক থেকে দশটি স্বাস্থ্য কমপ্লেক্সের স্কোর ১৭ দশমিক ৪০ পয়েন্ট। এর মধ্যে নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৭ দশমিক ৪০ স্কোর পেয়ে অষ্টম স্থান অধিকার করে। তৃণমূল ও নিভৃত পল্লী এলাকায় সরকারের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে অনন্য উদ্যোগ নিয়েছে এই উপজেলা স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে অসহায় ও দুস্থ্য মানুষ, শিশু, গর্ভবতী মায়েদের কাছে কমিউনিটি ক্লিনিক আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং ৮টি ইউনিয়নে ২১টি কমিউনিটি ক্লিনিকে প্রত্যন্ত এলাকার অসহায় মানুষ বিনামূল্যে ওষুধ ও চিকিৎসবা পাচ্ছেন।’ তিনি বলেন, ‘গতবছর এ উপজেলার যোগদানের পর স্বাস্থ্য বিভাগের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের সাথে বৈঠক করি। বৈঠকের সিন্ধান্ত মোতাবেক স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। গর্ভবতী মায়েদের স্বাভাবিক বাচ্চা প্রসব যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে করা যায় তার পুরো ব্যবস্থা গ্রহণ করা হয়। এর সুফল হিসেবে স্বাভাবিক বাচ্চা প্রসব সম্পন্ন হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে মোট ২১টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে ১৪ জন সিএইচসিপি মহিলা। ১৪ জনই ধাত্রী বিদ্যার ছয় মাসের কমিউনিটি স্কীল বার্থ এ্যাটেনডেন্ট ট্রেনিং নিয়েছেন। বর্তমানে এসব কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক বাচ্চা প্রসবের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। মাতৃ ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ জোর দেয়া হয়েছে। এলাকার ছয় মাসের শিশুদের মায়ের বুকের দুধ পান এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সেবা বিষয়ে ঘরে ঘরে গিয়ে কাউন্সিলিং অব্যাহত রয়েছে। এর ফলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়া টিকাদান কর্মসূচী (ইপিআই) শতভাগ বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে এসব ক্লিনিকে নরমাল ভেলিভারী শুরু হয়েছে।’ উপজেলার ধামইরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড জয়জয়পুর গ্রামের ওমর ফারুক জানান, তার স্ত্রী ফারজানা আক্তার ববির(২৭) প্রসব ব্যথা শুরু হলে তাৎক্ষনিক নেউটা কমিউনিটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে স্বাভাবিক প্রক্রিয়ায় তার ছেলে সন্তান জন্ম লাভ করে। গত বছরের ফেব্রুয়ারী মাসে একই কমিউনিটি ক্লিনিকে নেউটা গ্রামের রাজিয়া সুলতানা নামে এক মায়ের স্বাভাবিক বাচ্চা প্রসব সম্পন্ন হয়। নেউটা গ্রামের মোশারফ হোসেন বলেন, ‘বাড়ীর কাছে কোন খরচ ছাড়াই নিরাপদে গর্ভবতী মায়ের সন্তান প্রসব নি:সন্দেহে স্বাস্থ্য বিভাগের একটি বড় অর্জন। তাছাড়া আমরা গবীর মানুষ বাড়ীর কাছে এসব ক্লিনিকে এখন অনেক ঔষধ ও সেবা পাওয়া যাচ্ছে। যা আমাদের জন্য ভালো খবর।’ নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, ‘উপজেলার তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ধামইরহাট স্বাস্থ্য বিভাগের এ অর্জন নি:সন্দেহে একটি ভালো খবর। গর্ভবতী মা, শিশু ও সকল বয়সের মানুষ স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে সেবা গ্রহণ করলে মা ও শিশুর মৃত্যু ঝুঁকি কম থাকে। আমরা সকল মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকে গিয়ে বাচ্চা প্রসবের পরামর্শ দিয়ে থাকি। এ উপজেলার সকল কমিউনিটি ক্লিনিকে স্বাভাবিক প্রক্রিয়ায় যাতে গর্ভবতী মা বাচ্চা প্রসব করতে পারেন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এর সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com