‘এ যেন দেখার কেহ নেই’ সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউপির দৈভাঙ্গা -মাছুয়াকান্দি নদী থেকে প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে নদীরতীর ও ফসলি জমির মাটিকেটে বিক্রয় করছে বিভিন্ন ইটভাটায়। নাম প্রকাশে অনিচ্ছুক(৭০) বছর বয়সের বৃদ্ধ জমির মালিক ও এলাকাবাসি সুত্রে জানাযায়, বহুলী ইউপির ডুমুরইছা গ্রামের হালিম, হেলাল, সবুজ, জয়নাল, হাবি, মোতালেব সহ কতিপয় অসাধু মাটি ব্যবসায়ীরা আইনের তোয়াক্কা না করে, প্রশাসনের নজর এড়িয়ে বেআইনি ভাবে এই মাটিকেটে বিক্রয় করছে। স্থানীয় শ্রমিক জামাল শেখ, এহসান আলী, আবু সাঈদ সহ অন্যান্যরা জানান, ডুমুর মৌজার গুচ্ছগ্রামের উত্তর পার্শ্বে পূর্ববর্তী সময়ে নদী খননকাজ শেষে জমারাখা মাটি এবং জোরপূর্বক অবৈধভাবে স্থানীয় দৈ ভাঙ্গা নদীর দুইপাড়ে নদীর তীর ও পার্শ্ববর্তী জমির মালিক রমজান হাজী,আব্দুস সালাম, কেতাবআলী,তাজেল পাগলের জমি সহ নদীর তীরবর্তী বিভিন্ন মালিকদের আবাদি, ফসলি জমির মাটি অবাধে কেটে ইটভাটায় সহ বিভিন্ন স্থানে বিক্রয় করছে। এ অবৈধ কাজে কোনরুপ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা কেহই। এলাকাবাসিরা প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করে জানান, সরেজমিনে ঘটনাস্থলে তদন্ত করলেই এদের অপরাধ মুলক কাজের সঠিক প্রমান বেড়িয়ে আসবে।সিরাজগঞ্জে প্রশাসনের নজর এড়িয়ে নদীরতীর ও ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়
বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ
‘এ যেন দেখার কেহ নেই’ সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউপির দৈভাঙ্গা -মাছুয়াকান্দি নদী থেকে প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে নদীরতীর ও ফসলি জমির মাটিকেটে বিক্রয় করছে বিভিন্ন ইটভাটায়। নাম প্রকাশে অনিচ্ছুক(৭০) বছর বয়সের বৃদ্ধ জমির মালিক ও এলাকাবাসি সুত্রে জানাযায়, বহুলী ইউপির ডুমুরইছা গ্রামের হালিম, হেলাল, সবুজ, জয়নাল, হাবি, মোতালেব সহ কতিপয় অসাধু মাটি ব্যবসায়ীরা আইনের তোয়াক্কা না করে, প্রশাসনের নজর এড়িয়ে বেআইনি ভাবে এই মাটিকেটে বিক্রয় করছে। স্থানীয় শ্রমিক জামাল শেখ, এহসান আলী, আবু সাঈদ সহ অন্যান্যরা জানান, ডুমুর মৌজার গুচ্ছগ্রামের উত্তর পার্শ্বে পূর্ববর্তী সময়ে নদী খননকাজ শেষে জমারাখা মাটি এবং জোরপূর্বক অবৈধভাবে স্থানীয় দৈ ভাঙ্গা নদীর দুইপাড়ে নদীর তীর ও পার্শ্ববর্তী জমির মালিক রমজান হাজী,আব্দুস সালাম, কেতাবআলী,তাজেল পাগলের জমি সহ নদীর তীরবর্তী বিভিন্ন মালিকদের আবাদি, ফসলি জমির মাটি অবাধে কেটে ইটভাটায় সহ বিভিন্ন স্থানে বিক্রয় করছে। এ অবৈধ কাজে কোনরুপ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা কেহই। এলাকাবাসিরা প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করে জানান, সরেজমিনে ঘটনাস্থলে তদন্ত করলেই এদের অপরাধ মুলক কাজের সঠিক প্রমান বেড়িয়ে আসবে।