সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাশয়ে রাতের আধারে বিষ প্রয়োগ করে প্রায় ৫০হাজার টাকার মৎস্য নিধন করা হয়েছে বলে জানা যায়। গত শনিবার দিবাগত গভীর রাতে কে বা কাহারা হাসিল রঘুনাথপুর গ্রামের জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটে। দাথিয়া বেনি মাধব গ্রামের মোছাঃ আনিসুর রহমানের স্ত্রী মোছাঃ শাহিদা খাতুন(৪২) তার আপন সহদর ভাই গোদগাতী গ্রামের সদর আলীর পুত্র মোঃ হায়দার আলী নিকট থেকে ৪৮শতক জলাভূমি হেবা রেজিষ্ট্রি দলিল মূলে মালিক হন। পরবর্তীতে হায়দার আলী প্রতারণা পূর্বক ঐ জলাশয়ের মালিকানা দাবি করে অন্যত্র লিজ প্রদান করে। লিজ গ্রহিতা ঐ জলাশয়ে মাছের চাষ করিলে গত শনিবার গভীর রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। মাছ নিধন করে জমি গ্রহিতা আপন বোন মোছাঃ শাহিদা খাতুন গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রায়তারা করছে। এ ব্যাপারে সহকারী জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে। ভাই হয়ে বোনের সাথে এই প্রতারণা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।