ঢাকার ধামরাই উপজেলার ৭নং গাংগুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হতে চান শহীদ পরিবারের সন্তান মিলন কান্তি রায়। ইতোমধ্যে সভা সমাবেশ, সামাজিক, রাজনৈতিক ও সেবামূলক কর্মকান্ডে মাধ্যমে ইউনিয়নবাসীকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থী হওয়ার বিষয়টি জানান দিয়েছেন। তিনি গা্গংুটিয়া ইউনিয়নের বিখ্যাত জমিদার রায় বাড়ির (শহীদ পরিবারের) যোগ্য উত্তরসূরি। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে মিলন কান্তি রায়ের পরিবারের ৪ জন শহীদ হন হানাদার বাহিনীর কাছে। এছাড়াও মিলন কান্তি রায়ের বাবা মনোরঞ্জন রায় ছিলেন থানা আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা। নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মিলন কান্তি রায় গা্গংুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের একজন সফল সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি গাংগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ ও গাংগুটিয়া একতা সংঘেরও সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্বরত আছেন। মিলন কান্তি রায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ধামরাই শাখার সাধারণ সম্পাদক, গাংগুটিয়া-অর্জুননালাই কম্পিউটার ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন-২০০০ সভাপতিসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত বলেও জানা গেছে। মিলন কান্তি রায় বলেন, আমার পরিবার দেশের জন্য তাদের জীবন উৎস্বর্গ করেছে, তাদের আত্মত্যাগ আমাকে যে শিক্ষা শিখিয়েছেন সেই শিক্ষা কাজে লাগিয়ে দেশকে নিয়ে যেতে চাই আধুনিকতার উচ্চ শিখরে। আমার বাবা ছিলেন আওয়ামীলীগের একজন প্রবীণ নেতা, তার আদর্শ রয়েছে আমার মাঝে। আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা দেশ রত্ন শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদের দল আওয়ামী লীগের রাজনীতি করি। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থনের পাশাপাশি এই ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া নিয়ে চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে চাই। আমার চাওয়া-পাওয়ার কিছু নাই আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি জনকল্যাণকর কাজে নিজেকে উৎস্বর্গ করতে চাই। সেই শিক্ষা আমার পরিবার থেকেই পেয়েছি।