মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

শীর্ষেই থাকলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

গোলের পর জেসুসের উল্লাস। গোলের পর জেসুসের উল্লাস। ম্যানচেস্টার ইউনাইটেড না পারলেও পেরেছে তার নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। শেফিল্ড ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানকে করেছে আরও সুসংহত। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট ম্যানইউর। এক ম্যাচ কম খেলা সিটির অর্জন ৪৪ পয়েন্ট। লিস্টার ২০ খেলায় ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে।
শেফিল্ডকে বাজে রক্ষণের খেসাড়ত দিতে হয় খেলার ৯ মিনিটেই। বক্সের ডান প্রান্তে ঢুকে মাটিতে পড়ে গিয়েও বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমর্থ ছিলেন ফেরান তোরেস। অসাধারণ দক্ষতায় মার্কারকে কাটিয়ে বাম প্রান্তে বল দিয়েছিলেন জেসুসকে। লক্ষ্যের মুখে থাকা জেসুস জালে পাঠাতে কোনও ভুল করেননি। এর ফলে ৯ ম্যাচ পর প্রিমিয়ার লিগে গোল পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনও গোল হয়নি। সেটি না হলেও চোট আঘাতে খেলা বন্ধ ছিল বেশখানিক্ষণ। মুখোমুখি সংঘর্ষে মাথায় আঘাত পেয়েছিলেন ফিল ফোডেন ও জন লুন্ডস্ট্রাম। তাদের শুশ্রূষা দেওয়া দেওয়া হয় মাঠেই। তার পর খেলা গড়ালে শেফিল্ডকে অনবরত আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলেছিল ম্যানসিটি। ৭১ মিনিটের কাছে দুটি সুবর্ণ সুযোগ তৈরি করেছিল। কিন্তু দারুণ দক্ষতায় তা সেভ করেছেন অ্যারন রামসডেল। এতে করে আর ব্যবধানে হেরফের হয়নি। অপর দিকে টানা তৃতীয় ম্যাচের মতো পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। শেষ দিকে ম্যানইউ স্ট্রাইকার কাভানি দুটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com