গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বারী-১৪ সরিষার ক্ষেত প্রদর্শনী, বীজ উৎপাদন ও সংরক্ষণ উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলাবাড়ি ইউনিয়নের ফুলগাছা মাঠে উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. অরবিন্দ কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ দিবসটি উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসার নিটুল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবনের অনুষ্ঠানে জেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার আব্দুল কাদের সরদার, বীজ প্রত্যয়ণ অফিসার মুক্তা মন্ডল, এডভোকেট বিজন বিশ^াস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, কৃষক মহাভারত বালা বক্তব্য রাখেন। কৃষক মহাভারত বালা বলেন, আমি এ বছর আমার আড়াই বিঘা জমিতে বারী-১৪ জাতের সরিষার আবাদ করেছি। আবওহাওয়া অনুকুলে থাকার কারণে ব্যাপক ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিসার নিটুল রায় বলেন, বারী-১৪ জাতের সরিষা চাষ করলে প্রতি বিঘা জমিতে কমপক্ষে ১২ মন করে সরিষা উৎপাদন হয়। অন্যান্য সরিষার চেয়ে এ জাতের সরিষার ফলন বেশি। এ জাতের সরিষার বীজ স্থানীয় পর্যায়ে উৎপাদন, সংরক্ষণ ও কিভাবে বিক্রি করা যায় সে বিষয়ে মাঠ পর্যায়ের কৃষকদের ধারণা দিতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়েছে।