বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চিন্ময় সমর্থক জঙ্গীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ: চিন্ময় ইস্যুতে ভারতের উদ্যোগ শাপলা চত্বরে গণহত্যায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

২৫৯ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ২৩৯ রানে ওয়েস্ট ইন্ডিজ অল আউট। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও দারুণ ম্যাজিক মিরাজের। নিয়েছেন চারটি উইকেট। তিনটি করে উইকেট নেন তাইজুল, নাঈম ও মোস্তাফিজ।
প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সঙগ্রহ ছিল ২ উইকেটে ৭৫ রান। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনে সেশনের প্রথম বলেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তাইজুলের বলে বনার ক্যাচ দেন ম্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে। ওই ওভারেই আউট হতে পারতেন মেয়ার্স। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ নিতে পারেননি লিটন। তার কাছ থেকে ফসকে আসা বল প্রথম স্লিপে লুফে নিতে পারেননি শান্তও। এরপর বাংলাদেশের বাজে বোলিংয়ের সুযোগ নিয়ে অভিষিক্ত মেয়ার্স খেলতে থাকেন একের পর এক শট। রানের চাকাও ঘুরতে থাকে দ্রুত। ৪৯ রানে দিন শুরু করা অধিনায়ক ব্র্যাথওয়েটও এগোতে থাকেন স্বচ্ছন্দে।
শেষ পর্যন্ত এই জুটি বিচ্ছিন্ন করেন স্পিনার নাঈম হাসান। অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করা বল তীক্ষèভাবে অনেকটা টার্ন করে ঢোকে ভেতরে। বাইরে দিয়ে যাবে ভেবে বল ছেড়ে দেন ব্র্যাথওয়েট। স্টাম্প ছত্রখান। ক্যারিবিয়ান অধিনায়ক থামেন ১২ চারে ১১১ বলে ৭৬ রান করে। দলীয় ১৫৪ রানের মাথায় মায়ার্সকে ফেরান মিরাজ। ৬৫ বলে ৪০ রানে মেয়ার্স এলবিডব্লিউর শিকার। মিডল অর্ডারে ব্লাকউড ও জশুয়া সিলভা বেশ ভুগিয়েছেন বাংলাদেশের বোলারদের। এই জুটি দলকে নিয়ে যান দুশোর উপর। রান আসে এই জুটিতে ৯৯। শেষ অবধি এই জুটি বিচ্ছিন্ন করে বাংলাদেশকে স্বস্তি এনে দেন নাঈম।
দলীয় ২৫৩ রানে জশুয়া সিলভাকে উইকেটের পেছনে লিটনের ক্যাচ বানান নাঈম। ভাঙে ক্যারিবীয়দের প্রতিরোধ। ১৪১ বলে ৪২ রান করেন জশুয়া। পরের ওভারেই চমক দেখান মিরাজ। ফেরান সবচেয়ে ভয়ংকর ফিফটি করা ব্লাকউড। মিরাজের বলে তিনিও ক্যাচ দেন উইকেটের পেছনে। ১৪৬ বলে ৬৮ রান করে ফেরেন ব্লাকউড। একই ওভারের চতুর্থ বলে মিরাজ আউট করেন রানের খাতা না খুলতে পারা পেসার কেমার রোচকে। এক ওভার পরে আবার বল ঘুড়িয়ে মিরাজ এবার বিদায় করেন রাকিম কর্ণওয়ালকে। ৬ বলে দুই রান করা কর্নওয়াল সরাসরি বোল্ড। পরের ওভারে তাইজুল বোল্ড করেন ক্যারিবীয় স্পিনার ওয়ারিক্যানকে (৪)। শেষ হয় ক্যারিবীয়দের ইনিংস। ৬ রানের ব্যবধানে ক্যারিবীয়রা হারায় শেষের পাচ উইকেট। এর কৃতিত্ব বাংলাদেশের তিন স্পিনাররকেই দিতে হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com